shono
Advertisement

Breaking News

ওষুধ কিনতে ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী, তালাক দিয়ে বাড়ি থেকে তাড়াল স্বামী

তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে পুলিশ। The post ওষুধ কিনতে ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী, তালাক দিয়ে বাড়ি থেকে তাড়াল স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:08 PM Aug 13, 2019Updated: 08:08 PM Aug 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওষুধ কেনার জন্য স্বামীর থেকে মাত্র ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী। এর জেরে তাঁকে তালাক দিল এক ব্যক্তি। শুধু তাই নয়, ওই মহিলার দুই সন্তানকে কেড়ে নিয়ে তাঁকে গলাধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়।

Advertisement

[আরও পড়ুন: ‘৩৭০ ধারা বিলোপ অসাংবিধানিক’, মোদি সরকারের বিরোধিতায় সরব প্রিয়াঙ্কা]

নির্যাতিতার অভিযোগ, ‘তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। তারপর দুটি সন্তানও হয়। কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ হয়েছিল। তাই ওষুধ কেনার জন্য স্বামীর থেকে ৩০ টাকা চাই। কিন্তু, এই কথা শুনে রেগে ওঠে আমার স্বামী। আমাকে যাচ্ছেতাই ভাবে কথা শোনাতে থাকে। এর মাঝেই আচমকা তিনবার তালাক বলে চেঁচিয়ে ওঠে। এরপর শ্বশুরবাড়ির বাকি লোকেরা এসে সন্তানদের কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়।’

এপ্রসঙ্গে তাঁর মা বলেন, ‘আমার মেয়ে অসুস্থ ছিল। তাই স্বামীর থেকে ওষুধ কেনার জন্য ৩০ টাকা চেয়েছিল। কিন্তু, ওর স্বামী রেগে গিয়ে ঝগড়া করতে শুরু করে। আর ঝগড়ার মাঝেই তালাক দিয়ে দেয়। এরপর তার পরিবারের বাকি লোকজন আমার মেয়েকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।’

[আরও পড়ুন: দিল্লি পুলিশের নোটিসে ১৫ আগস্টকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উল্লেখ! দায়ের জনস্বার্থ মামলা]

হাপুরের ডিএসপি রাজেশ সিং বলেন, ‘আমাদের কাছে একটি আবেদন জমা পড়েছে। তাতে এক মহিলা অভিযোগ করেছেন যে কয়েকদিন আগে স্বামী তাঁকে তালাক দিয়েছে। এর ভিত্তিতে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছি আমরা। তদন্তের পরেই অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে পাশ হয়েছে তিন তালাক বা মুসলিম মহিলা বিল(প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ), ২০১৯। এই বিলে থাকা আইন অনুযায়ী, ২০১৯ সালের পয়লা আগস্টের পর স্ত্রীকে তিন তালাক দিলে তিন বছরের জেল হবে স্বামীর।

The post ওষুধ কিনতে ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী, তালাক দিয়ে বাড়ি থেকে তাড়াল স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement