সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বল্পবসনা উরফির নেটদুনিয়ায় জনপ্রিয়তা ব্যাপক। আর সেই উরফিরই কী না আচমকা বন্ধ উরফির ইনস্টাগ্রাম! তবে কী একের পর এক বোল্ড ছবি শেয়ারই কাল? নাকি অন্য কিছু? তবে এই হইচইয়ের মাঝে ফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু হয় তাঁর। আর তার পর সমালোচকদের একহাত নিলেনও তিনি।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।
[আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সৌরভ-সলমন, আর কারা থাকবেন?]
প্রায় নগ্ন হয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের কারণ কী স্বল্প পোশাক পরা নগ্ন ছবি, সেই প্রশ্নও উঠেছে। তবে সমালোচকদের সমস্ত কাটাছেঁড়াকে মিথ্যা প্রমাণ করতে আসরে নামলেন খোদ অভিনেত্রী।
বেশ কয়েকটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন উরফি। একটি মেসেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিছুদিনের জন্য বন্ধ থাকার কথা লেখা। তবে ১৮০ দিন অর্থাৎ আগামী ৬ মাসের মধ্যে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আবেদন উরফি জানাতে পারেন বলেও উল্লেখ ছিল আরেকটি স্ক্রিনশটে। তবে আবেদন না জানালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। তবে তার কিছুক্ষণ পর আরেকটি মেসেজ পাঠিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফের ফেরত দেওয়ার কথা জানানো হয়।
ভুল করে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও ইনস্টাগ্রামের তরফে জানানো হয়। এবং ক্ষমাও চেয়ে নেওয়া হয়। এর পরই সোশাল মিডিয়ায় কার্যত ক্ষোভ উগরে দেন উরফি জাভেদ। সমালোচকদের একহাত নিয়ে তিনি লেখেন, “আজ কিছু কিছু মানুষের মনোবাঞ্ছা পূরণ হয়।” তবে কটাক্ষ পিছু ছাড়ছে না তাঁকে। এই পোস্ট করার পরেও সমালোচনার শিকার স্বল্পবসনা উরফি।