shono
Advertisement

হাজার চেষ্টা করেও রোখা গেল না পাইরেসি, অনলাইনে ফাঁস ‘উরি’

কোন ওয়েবসাইটে ফাঁস হল ছবিটি? The post হাজার চেষ্টা করেও রোখা গেল না পাইরেসি, অনলাইনে ফাঁস ‘উরি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:34 PM Jan 19, 2019Updated: 02:34 PM Jan 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে জাঁকিয়ে বসেছে ‘উরি’৷ সেলুলয়েডে দেশাত্মবোধকে উসকে দিয়ে ইতিমধ্যেই ৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি৷ ভিকি কৌশলের ছবি যাতে কোনওভাবেই পাইরেসির শিকার না হয়, তার জন্য নজরদারিও ছিল বেশ কড়া৷ তা সত্ত্বেও অনলাইনে ফাঁস হয়ে গেল উরি৷

Advertisement

জানা গিয়েছে, একটি পাইরেসি ওয়েবসাইট TamilRockers ছবিটি অনলাইনে ফাঁস করে দিয়েছে৷ যা নিয়ে সরগরম বলিউড৷ ছবির নির্মাতারা ওয়েবসাইটটির বিরুদ্ধে সরব হয়েছে৷ অনলাইনে ছবি দেখলে বা তা ডাউনলোড করলে ছবির ব্যবসা মার খাবে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন প্রযোজকরা৷

[স্বপ্ন আর বাস্তবের জলছবি ‘দ্বিখণ্ডিত’, সাইকোলজিক্যাল ড্রামায় শাশ্বত]

প্রযুক্তি, সংলাপ ও ভিকি কৌশলের অভিনয় মুন্সিয়ানায় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এই ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’৷ উরিতে সন্ত্রাস হামলা এবং তার জবাবে ভারতীয় সেনার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক৷ সমগ্র ঘটনা যেভাবে চিত্রায়িত করেছেন পরিচালক আদিত্য ধর, তা সাদরে গ্রহণ করেছেন দর্শকরা৷ আর মুক্তির পর থেকেই ‘পাইরেসি’ রুখতে অভিনব পন্থা অবলম্বন করেছিলেন নির্মাতারা৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির কয়েকটি দৃশ্য। এক ঝলকে দেখলে এটিকে পাইরেটেড কপি বলে মনে হতে পারে। কিন্তু আদতে তেমনটা নয়৷ ওটি পাইরেটেড কপির মতো নকল দেখতে হলেও, আসলে এর দ্বারা ‘টরেন্ট চোর’দের উপর একপ্রকার সার্জিক্যাল স্ট্রাইকই করেন এই ছবির নির্মাতারা। প্রায় ৮ জিবি সাইজের ভিডিওটি নিজেরাই তৈরি করেন তাঁরা৷ যা দেখতে একদম পাইরেটেড কপির মতো এবং যা আপলোডও করা হয়েছে টরেন্টের মতো পাইরেটেড ছবির সাইটে৷ কেউ আসল ছবি ভেবে ওটি ডাউনলোড করলে প্রথমে কিছুক্ষণ ছবি চলবে৷ তবে কিছুক্ষণ পরেই পাইরেটেড ছবি ব্যবহার করা নিয়ে সতর্ক বার্তা দিতে দেখা যাবে ভিকি কৌশল-ইয়ামি গৌতমকে। এই প্রক্রিয়ায় ইতিমধ্যে একটা বড় অংশের ‘চোর’দের বোকা বানিয়েছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’র নির্মাতারা৷ এসব সত্ত্বেও পাইরেসি রোখা সম্ভব হল না৷ TamilRockers-এর বিরুদ্ধে এবার কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেটাই এখন দেখার৷

[নান্দনিক মোড়কে একান্তই সৃজিতের ছবি হয়ে উঠল ‘শাহজাহান রিজেন্সি’]

The post হাজার চেষ্টা করেও রোখা গেল না পাইরেসি, অনলাইনে ফাঁস ‘উরি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement