shono
Advertisement

কেন ভোট দেবেন উর্মিলাকে? নিজেই জানালেন অভিনেত্রী

কী জানালেন কংগ্রেস প্রার্থী? The post কেন ভোট দেবেন উর্মিলাকে? নিজেই জানালেন অভিনেত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 PM Mar 30, 2019Updated: 08:31 PM Mar 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রার্থীকে ভোট কেন দেবেন? নির্বাচনের আগে এ কথা প্রত্যেক ভোটারের মনেই কম বেশি ঘোরে। কেউ উত্তর খুঁজে পান তো কেউ জোয়ারে গা ভাসিয়ে ইভিএম মেশিনের বোতাম টিপে আসেন। কিন্তু যাঁরা উর্মিলা মাতণ্ডকরকে ভোট দেবেন কেন ভাবছেন, তাঁদের ধন্দ দূর করে দিলেন অভিনেত্রী স্বয়ং। জানিয়ে দিলেন, কেন সাংসদ হিসেবে তাঁকেই বেছে নেওয়া উচিত ভোটারদের।

Advertisement

দীর্ঘদিনের জল্পনা শেষ করে রাজনীতির আঙিনায় সদ্য পা রাখা বলিউডের ‘রঙ্গিলা গার্ল’ এখন আলোচনার কেন্দ্রে। উত্তর মুম্বই লোকসভা আসন থেকে লড়াই করবেন তিনি। কংগ্রেসে যোগ দিয়েই দলের নির্দেশ মতো কাজ করতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই ‘অসহিষ্ণুতা’, ‘বাক-স্বাধীনতা’, ‘ধর্মের নামে রাজনীতি’ নিয়ে নরেন্দ্র মোদি ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এবার নিজেই জানালেন কেন তাঁকেই ভোট দেওয়া উচিত। শুক্রবার অভিনেত্রী বলেন, “আমার সততা দেখে ভোট দিন। এটাই আমার ইউএসপি।” অর্থাৎ সাধারণ মানুষের সামনে অভিনেত্রী হিসেবে নন, সততার মধ্যে দিয়েই পাশের বাড়ির মেয়ে হয়ে উঠতে চাইছেন উর্মিলা। 

[আরও পড়ুন: দুর্নীতির সঙ্গে জোট রয়েছে কংগ্রেসের, কটাক্ষ নরেন্দ্র মোদির]

উল্লেখ্য, উত্তর মুম্বই কেন্দ্রে গত নির্বাচনে যদিও গেরুয়া পতাকা উড়েছিল, তবুও এই অঞ্চল বরাবরই হাতের দখলে। একাধিকবার এই কেন্দ্র থেকে নির্বাচনী লড়াই জিতেছে কংগ্রেস। এবার এই কেন্দ্রে মারাঠি ভোটারের সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। তবে শোনা যাচ্ছিল, এই কেন্দ্র থেকে অনেকেই লড়তে রাজি হননি। তাই উর্মিলার স্টার পাওয়ারকেই হাতিয়ার করে কংগ্রেস। কং-অধুষ্যিত এলাকা এবং তারকার জৌলুসেই মোটের উপর উর্মিলার জেতার সুযোগ বেশি বলেই মত রাজনৈতিক মহলের একাংশ। এই কেন্দ্রে অভিনেত্রীর প্রতিপক্ষ হিসেবে রয়েছেন বিজেপির গোপাল শেট্টি। মানুষকে সততার দাওয়াই দিয়ে কংগ্রেসের সাদাকালো দিন উর্মিলা রঙিন করে তুলতে পারেন কিনা এখন সেটাই দেখার।

[আরও পড়ুন: অনিচ্ছুক ভোটারদের বুথে টানতে দূরপাল্লার ট্রেনে প্রচার কমিশনের]

The post কেন ভোট দেবেন উর্মিলাকে? নিজেই জানালেন অভিনেত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement