shono
Advertisement

পাকিস্তানের মতো ‘পাগল’নয়, NSG-তে ভারতকে চান অস্ত্র ব্যবসায়ীরা

চিনা প্রাচীর ভাঙল বলে, পরমাণু ক্লাবে ভারতের প্রবেশ প্রায় নিশ্চিত! The post পাকিস্তানের মতো ‘পাগল’ নয়, NSG-তে ভারতকে চান অস্ত্র ব্যবসায়ীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:26 PM Dec 28, 2016Updated: 04:56 PM Dec 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা আন্তর্জাতিক পরমাণু ক্লাবে ভারতের প্রবেশে কোনও আপত্তি নেই৷ কিন্তু পাকিস্তানকে যেন কোনওমতেই এনএসজি-তে প্রবেশের অনুমতি না দেওয়া হয়৷ এই ভাষাতেই ওয়াশিংটনের আর্মস কন্ট্রোলার অ্যাসোসিয়েশন সতর্ক করে দিল ওবামা প্রশাসনকে৷

Advertisement

সূত্রের খবর, গত সপ্তাহে মার্কিন একটি পত্রিকায় এনএসজি-র প্রাক্তন চেয়ারম্যান রাফায়েল মারিয়ানো গ্রসি দু’পাতার একটি নথি তৈরি করেন৷ ওই নথিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়, এনপিটি-তে স্বাক্ষর না করেও কোনও দেশ কী করে এনএসজি-তে প্রবেশ করতে পারে৷ ওই নথিতে এও উল্লেখ করা হয়, দুটি নয়, যে কোনও একটি রাষ্ট্রই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর না করেও এনএসজি-তে ঢুকতে পারে৷

এরপরই মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থাগুলি ওবামা প্রশাসনকে সতর্ক করে দেয়, পাকিস্তানের মতো ‘পাগল’ রাষ্ট্রকে যেন পরমাণু ক্লাবে প্রবেশের অনুমতি না দেওয়া হয়৷ বরং ভারতে এনএসজি-র প্রবেশাধিকার দেওয়া হোক৷ ৪৮টি রাষ্ট্র সমৃদ্ধ এলিট পরমাণু ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে৷ যে বছর ভারত প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ করে৷ ওই ক্লাবে প্রবেশের জন্য পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করা বাধ্যতামূলক৷ কিন্তু ইজরায়েল ও পাকিস্তান, এই দুটি দেশের পাশাপাশি তৃতীয় দেশ হিসাবে ভারত এনপিটিতে স্বাক্ষর করেনি৷ ভারতের আগ্রাসন দেখে শঙ্কিত চিন৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সঙ্কেত পেলেও এনএসজি-তে ভারতের প্রবেশাধিকার এখনও থমকে রয়েছে৷ তবে ওয়াশিংটন এখন যেভাবে বেজিংয়ের উপর নিত্যদিন চাপ বাড়াচ্ছে তাতে এলিট নিউক্লিয়ার ক্লাবে ভারতের অন্তর্ভুক্তির বিরুদ্ধে চিনা প্রাচীর কতদিন টিকবে, সে কথা বলা শক্ত৷

The post পাকিস্তানের মতো ‘পাগল’ নয়, NSG-তে ভারতকে চান অস্ত্র ব্যবসায়ীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement