shono
Advertisement

‘জনগণমন’র তালে ভারতীয় জওয়ানদের সম্মানজ্ঞাপন, ভাইরাল মার্কিন সেনার কীর্তি

সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে ‘যুদ্ধ অভ্যাস’ নামের ভারত-মার্কিন সেনার যৌথ মহড়া৷
Posted: 12:39 PM Sep 19, 2019Updated: 12:39 PM Sep 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার থেকে ওয়াশিংটনে শুরু হয়েছিল ভারত-মার্কিন সেনার গুরুত্বপূর্ণ এক সামরিক মহড়া৷ ‘যুদ্ধ অভ্যাস’ নামের ওই মহড়ায় একসঙ্গে সামরিক ক্ষমতা প্রদর্শন করে বিশ্বের অন্যতম শক্তিধর দু’দেশ৷ বুধবার শেষ হয় মহড়া৷ কিন্তু এরপর মার্কিন সেনার তরফে ভারতীয় সেনা বাহিনীকে জানান হল এক অনন্য সম্মান৷ ভারতীয় জওয়ানদের সম্মান জানিয়ে, মার্কিন সেনা ব্যান্ড বাজালো জাতীয় সঙ্গীত ‘জনগণমন’৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মার্কিন সেনার এই অনন্য সম্মানের ভিডিও৷

Advertisement

[ আরও পড়ুন: সৌদি শোধনাগারে হামলার জের, মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের আশঙ্কা ]

জানা গিয়েছে, সম্প্রতি ওয়াশিংটনের লুইস ম্যাকর্ড জয়েন্ট বেস ক্যাম্পে ছ’দিন ব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হয়৷ যেখানে উন্নত রণকৌশল থেকে শুরু করে অত্যাধুনিক অস্ত্র চালানোর কায়দা পরস্পরের সঙ্গে ভাগ করে নেয় ভারত-মার্কিন সেনা বাহিনী৷ সূত্রের খবর, দু’দেশের প্রতিরক্ষা বিষয়ক যে চুক্তি রয়েছে, এই মহড়া সেই চুক্তিরই একটা অংশ৷ সন্ত্রাস দমন অভিযান থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা, নানান বিষয়ে এই মহড়ায় প্রশিক্ষণ ও কৌশল আদান-প্রদান করা হয়৷ এই ধরনের সামরিক মহড়া দুই দেশের সম্পর্ককেও মজবুত করে৷ সেনা সূত্রে খবর, এই মহড়ার মধ্যেই ভারতী জওয়ানদের সঙ্গে বলিউডি গানের তালে কোমর দোলান মার্কিন সেনার সদস্য ও আধিকারিকরা৷ দুই সেনার সদস্যরা মিলে গানও করেন৷ গত সপ্তাহেই ইন্টারনেটে প্রকাশিত হয়েছে দু’দেশের সেনার সেই মজাদার ভিডিও৷

[ আরও পড়ুন: প্রেমপত্র পোড়াতে গিয়ে বিল্ডিংয়েই লাগল আগুন, তরুণীর কাণ্ডে হুলুস্থুল ]

আর এবার প্রকাশ্যে এসেছে, মার্কিন সেনা ব্যান্ডের এক অনন্য পারফরমেন্সের ভিডিও৷ যেখানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ বাজিয়ে ভারতীয় সেনা জওয়ানদের সম্মান জানাতে দেখা গিয়েছে তাঁদের৷ বৃহস্পতিবার থেকে যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটি প্রচুর শেয়ার হচ্ছে৷ লাইক দিচ্ছেন নেটিজেনরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার