shono
Advertisement
US

বাড়িতে ঢুকে কৃষ্ণাঙ্গ বায়ুসেনা কর্মীকে গুলি করে খুন! বিস্ফোরক অভিযোগ মার্কিন পুলিশের বিরুদ্ধে

কেন বায়ুসেনা আধিকারিককে গুলি পুলিশের?
Published By: Anwesha AdhikaryPosted: 11:46 AM May 10, 2024Updated: 11:46 AM May 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে ঢুকে কৃষ্ণাঙ্গ বায়ুসেনা কর্মীকে গুলি করে খুন! বিস্ফোরক অভিযোগ উঠল আমেরিকার (USA) পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, বায়ুসেনা আধিকারিকের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে গুলি চালিয়েছে পুলিশকর্মীরা। উল্লেখ্য, ২০২০ সালে পুলিশের অত্যাচারে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা বিশ্ব। আমেরিকায় আবারও ফিরল কৃষ্ণাঙ্গ নির্যাতনের ঘটনা।

Advertisement

জানা গিয়েছে, মৃত বায়ুসেনা আধিকারিকের নাম রজার ফর্টসন। ফ্লোরিডার বাসিন্দা ছিলেন তিনি। তাঁর আইনজীবী বেন ক্রাম্প জানান, গত ৩ মে নিজের ফ্ল্যাটে বসে বান্ধবীকে ভিডিও কল করছিলেন রজার। সেই সময়েই পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় ন্যায়বিচারের আবেদন করেছেন বেন।

[আরও পড়ুন: একমাস পরে অবশেষে মুক্তি, ইরান থেকে দেশে ফিরছেন ৫ ভারতীয় নাবিক

ঠিক কী ঘটেছিল সেদিন? ফ্লোরিডা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রজারের ফ্ল্যাট এলাকায় গণ্ডগোল বাঁধার খবর এসেছিল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। কিন্তু ভুল করে রজারের ফ্ল্যাটে যায় তারা। জোর করে দরজা ভেঙে ঢুকে মোট ছটি গুলি চালায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রজারকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

ভিডিও কলে থাকা রজারের বান্ধবী গোটা ঘটনার সাক্ষী ছিলেন। তিনি বলেন, দরজা খোলার শব্দ পেয়ে দেখতে গিয়েছিলেন রজার। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ। টানা ছটি গুলি চালিয়ে দেয়। তবে পুলিশ কেন এইভাবে ভুল বাড়িতে ঢুকে গুলি চালাবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। ন্যায়বিচারের দাবিতে সুর চড়িয়েছেন রজারের আইনজীবী।

[আরও পড়ুন: ‘কংগ্রেস ক্ষমতায় ফিরলে ফের তৈরি হবে বাবরি মসজিদ’, বিস্ফোরক হিমন্ত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৃত বায়ুসেনা আধিকারিকের নাম রজার ফর্টসন।
  • ফ্লোরিডা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রজারের ফ্ল্যাট এলাকায় গণ্ডগোল বাঁধার খবর এসেছিল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী।
  • ন্যায়বিচারের দাবিতে সুর চড়িয়েছেন রজারের আইনজীবী।
Advertisement