shono
Advertisement

Breaking News

গ্রহাণুই কাজ করবে অস্ত্রের! রাশিয়ার বিরুদ্ধে ভয়ানক ছক কষছে আমেরিকা!

কীভাবে সম্ভব 'গ্রহাণু-হামলা'?
Posted: 04:19 PM Jul 04, 2023Updated: 04:19 PM Jul 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্ভবত গোপনে ‘গ্রহাণু অস্ত্র’ তৈরি করছে আমেরিকা (US)। আর সেই অস্ত্রে তারা হামলাও চালাতে পারে রাশিয়ার উপরে। মস্কোর এক বিশেষজ্ঞ এমনই বিস্ফোরক দাবি করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন আনাতোলি জাইৎসভ নামের ওই বিশেষজ্ঞ।

Advertisement

কীভাবে একটি গ্রহাণুকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা যায়? এপ্রসঙ্গে বলতে দিয়ে জাইৎসভ বলছেন, কোনও গ্রহাণুর আকাশপথে যে চলন তাকে পরিবর্তিত করে রাশিয়ার (Russia) দিকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলেই তা আছড়ে পড়বে সেখানে। তাঁদের দাবি, গত তিন দশকে আমেরিকা ও তার সঙ্গী দেশগুলি মিলে চোদ্দোটি গ্রহাণু ও ৬টি ধুমকেতুতে অভিযান চালিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে।

[আরও পড়ুন: ধোপে টিকল না তোষাখানা মামলা, হারানো জমি কি ফিরে পাচ্ছেন ইমরান?]

মূল লক্ষ্য মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ন্ত্রণের কৌশল অর্জন করা। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যেতে পারে ২০২১ সালে নাসার (NASA) ডার্ট মিশনের কথা। সেবার ডিমারফোস নামের একটি গ্রহাণুকে টার্গেট করে সেটির গতি স্থানান্তরের মাধ্যমে বিচ্যুত করার লক্ষ্য অভিযান চালানো হয়েছিল।

কিন্তু সত্যিই কি বহির্বিশ্বের অতিকায় প্রস্তরখণ্ডকে শত্রু দেশের উপরে আছড়ে ফেলার কৌশল আয়ত্ত করা সম্ভব? এপ্রসঙ্গে বোস্টন বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিদ্যার অধ্যাপক থমাস বানিয়া জানাচ্ছেন, অবশ্যই সম্ভব। হিসেব কষে আঘাত করতে পারলে সেই গ্রহাণুটিকে নির্দিষ্ট লক্ষ্যে আছড়ে ফেলা সম্ভব। তবে এই সংক্রান্ত গবেষণা দীর্ঘদিন ধরেও চললে কবে তা হাতেকলমে করে ওঠা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে বলেই দাবি বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: খলিস্তানিদের ‘কিল ইন্ডিয়া’ পোস্টারে ছয়লাপ কানাডা! রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা নয়াদিল্লির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement