সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় মহিলা হিসাবে অর্থনীতিতে নোবেল (Nobel Prize) পেলেন ক্লডিয়া গোলডিন। নোবেল পুরস্কারের ইতিহাসে ১০০০তম প্রাপক হিসাবে লেখা হল এই মার্কিন অর্থনীতিবিদের নাম। সোমবার কমিটির তরফে জানানো হয়েছে, শ্রম বাজারের অর্থনীতির ক্ষেত্রে মহিলা শ্রমিকদের অবদান নিয়ে অজানা তথ্য তুলে ধরেছেন ক্লডিয়া। সেই গবেষণার পুরস্কার হিসাবেই নোবেল পেলেন তিনি।
নোবেল কমিটির তরফে বলা হয়েছে, শ্রম বাজারে মহিলাদের যোগদান ও গুরুত্ব প্রসঙ্গে একেবারে নতুন রকমের তথ্য তুলে এনেছেন ক্লডিয়া গোলডিন। তাঁর গবেষণা অনুযায়ী, মহিলাদের মনে কর্মক্ষেত্রের চেয়েও বেশি গুরুত্ব পায় তাঁর সংসার। অনেক ক্ষেত্রেই মহিলাদের বিয়ের উপরে নির্ভর করে, তাঁরা শ্রমসাধ্য কাজে যোগ দিতে পারবেন কিনা। তবে ক্লডিয়ার গবেষণা অনুযায়ী, খুব ধীর গতিতে হলেও মহিলাদের মানসিকতায় পরিবর্তন আসছে।
[আরও পড়ুন: রক্তগঙ্গা বইয়ে ইজরায়েলে কি শুরু হয়েছে তৃতীয় ইন্তিফাদা?
প্রসঙ্গত, অর্থনীতিতে নোবেল পাওয়ার ইতিহাসে এই নিয়ে তৃতীয় মহিলা হিসাবে পুরস্কার জিতলেন ক্লডিয়া গোলডিন। নোবেল পুরস্কার প্রাপকদের তালিকাতে ১০০০তম হিসাবে নথিভুক্ত হল এই মার্কিন অর্থনীতিবিদের নাম।