সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে ঘুম ভেঙে কোনও মহিলা যদি বুঝতে পারেন তাঁর পায়ের পাতা ঘষছে কোনও আগন্তুক, তখন তাঁর মনের অবস্থা কী হতে পারে? এমনই ঘটনার সাক্ষী হতে হয়েছে কয়েকজন মার্কিন (US) মহিলাকে। অবশেষে আমেরিকার নেভেদাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
ঠিক কী হয়েছিল? গত ১ জুলাই থেকে ৩ জুলাই ভোরে দু’জনের ঘরে দরজা ভেঙে ঢুকে পড়ে মার্ক অ্যান্টনি গঞ্জালেস নামের ওই অভিযুক্ত। ডগলাস কাউন্টি শেরিফের অফিস থেকে করা পোস্টে জানানো হয়েছে, ঘরে ঢুকেই খাটের পাশে বসে পড়ে দু’জন ঘুমন্ত মহিলার পায়ের পাতা ঘষার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘুম ভেঙে মহিলারা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে হাতাহাতি শুরু করেই চম্পট দিত গঞ্জালেস।
[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! নুসরতের কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে মুখ খুললেন স্বামী যশ]
পুলিশ জানাচ্ছে, আগেও জেল খেটেছে এই ‘গুণধর’। এর মধ্যে মহিলাদের জুতো চুরি, বিভিন্ন স্থানে অনধিকার প্রবেশের মতো অভিযোগও রয়েছে। গঞ্জালেসকে তার ঘর থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই ধরনের অপরাধকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। এমন অপরাধ আরও বড় অপরাধের ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। তাই এই ধরনের অপরাধীদের যত জেলে পাঠানো সম্ভব হবে, ততই সমাজ নিরাপদ থাকবে এমনটাই মত শেরিফের।