shono
Advertisement

‘গাজার হাসপাতালে হামলায় ইজরায়েল জড়িত নয়’, নেতানিয়াহুর পাশে দাঁড়াল আমেরিকা

নৃশংস হামলায় মৃত্যু হয়েছে পাঁচশোর বেশি মানুষের!
Posted: 08:51 AM Oct 19, 2023Updated: 02:39 PM Oct 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ইজরায়েলে (Israel) পৌঁছে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সঙ্গে বৈঠকের পর আমেরিকার (America) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বলেন, গাজার হাসপাতালে হামলায় অন্য কোনও গোষ্ঠী জড়িত। এবার সরাসরি হোয়াইট হাউস এক বিবৃতিতে জানাল, “নৃশংস হামলার সঙ্গে ইজরায়েল জড়িত নয়।”

Advertisement

উল্লেখ্য, গাজার আল-আহলি আরব হাসপাতালে যুদ্ধে আহতরা চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বোমা বিস্ফোরণ হয়। স্থানীয় প্রশাসনের দাবি, হামলায় প্রাথমিকবাবে ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। পরবর্তীকালে মৃতের সংখ্যা কোথায় পৌঁছেছে তা প্রকাশ্যে আসেনি। হামাসের গোষ্ঠীর অভিযোগ, এই হামলা তেল আভিভের সেনাবাহিনীই চালিয়েছে। যদিও সেই দাবি নাকচ করে দিয়েছে ইজরায়েল। এর পরেও অসামরিক সাধারণ মানুষের উপর হামলার ঘটনায় গোটা পৃথিবীর নিন্দার মুখে পড়েছে ইজরায়েল।

[আরও পড়ুন: যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে CID তদন্ত নয়, নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের]

উত্তেজনার এই আবহে বুধবার ইজরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন বাইডেন। এর পর ইজরায়েলের সুরে সুর মিলিয়ে দাবি করেন, হাসপাতালে হামলার পিছনে অন্য কোনও গোষ্ঠী জড়িত। এই বক্তব্যে সুরেই হোয়াইট হাউসের তরফেও জানানো হল, গাজার হাসপাতালে হামলার সঙ্গে ইজরায়েল জড়িত নয়।

[আরও পড়ুন: উৎসবের মরশুমে সুখবর সরকারি কর্মীদের, ৪ শতাংশ DA বৃদ্ধিতে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার!]

এই বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডরিন ওয়াটসন বলেন, “মার্কিন সরকার খতিয়ে দেখেছে যে গাজার হাসপাতালে বিস্ফোরণে দায়ী নয় ইজরায়েল, যে কারণে কয়েকশো অসামরিক মানুষের মৃত্যু হয়েছে। আমরা এই দাবি করছি নির্দিষ্ট গোয়েন্দা রিপোর্ট, ওই সময় ক্ষেপণাস্ত্রের গতিবিধি, উপগ্রহ চিত্র, বেশকিছু ভিডিও এবং ছবির উপর ভিত্তি করে।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement