shono
Advertisement

Breaking News

Donald Trump

'ট্রাম্প শপথ নেওয়ার আগেই ফিরে আসুন', ভারতীয় পড়ুয়া ও কর্মীদের নির্দেশ আমেরিকায়! কেন?

২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।
Published By: Biswadip DeyPosted: 01:11 PM Nov 30, 2024Updated: 09:50 AM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর একমাস। আগামী জানুয়ারিতেই ফের মসনদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়া ও চাকুরিজীবীদের মাথার উপরে ঘনাচ্ছে অনিশ্চয়তার মেঘ। তাই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির তরফে ভারতীয় ও অন্যান্য বিদেশি পড়ুয়াদের দ্রুত আমেরিকায় ফিরতে এবং ক্যাম্পাসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশঙ্কা, ট্রাম্প দায়িত্ব নিলেই সেদেশে ভ্রমণে নানা নিষেধাজ্ঞা জারি হয়ে যেতে পারে।

Advertisement

২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প শপথ নিতে চলেছেন। আর প্রথম দিনই চমক দিতে পারে তাঁর প্রশাসন। চিন বা মেক্সিকোর উপরে ট্যারিফ বাড়ানোর পাশাপাশি ভারতীয় তথা বিদেশিদের ভিসা বাতিলের মতো নানা নির্দেশ ট্রাম্প দিয়ে দিতে পারেন সেদিনই। ফলে উদ্বেগ বাড়ছেই। প্রথম দফায় প্রেসিডেন্টে থাকার সময় ২০১৭ সালেও এমন ধরনের পদক্ষেপ করেছিলেন রিপাবলিকান নেতা। সেই সময়ই সাতটি মুসলিম দেশের আমেরিকায় আসায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু কঠোর নিয়ম চালু করার প্রস্তাব করেছিলেন রিপাবলিকান এই নেতা।

এই পরিস্থিতিতে ম্যাসাচুসেটস, আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যে আন্তর্জাতিক পড়ুয়া ও কর্মীদের দ্রুত আমেরিকায় ফেরার নির্দেশ দিয়েছে। ট্রাম্প দেতার পর থেকেই মার্কিন মুলুকের অভিবাসীদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে আরও চিন্তা বাড়াচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির অতর্কিত এমন সতর্কবার্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী জানুয়ারিতেই ফের মসনদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প।
  • আর এই পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়া ও চাকুরিজীবীদের মাথার উপরে ঘনাচ্ছে অনিশ্চয়তার মেঘ।
  • তাই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির তরফে ভারতীয় ও অন্যান্য বিদেশি পড়ুয়াদের দ্রুত আমেরিকায় ফিরতে এবং ক্যাম্পাসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement