shono
Advertisement

গল্প নয়, সত্যি! ঘরভাড়ার টাকা বাঁচাতে বিমানে যাতায়াত করেন এই মহিলা কর্মী

কেন এমনটা করেন? কী ব্যাখ্যা তরুণীর?
Posted: 06:25 PM Jun 20, 2023Updated: 06:36 PM Jun 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোফিয়া সেলেন্টানো। বয়স ২১ বছর। দু’চোখে বহু সাফল্যের স্বপ্ন নিয়ে পেশাদার কেরিয়ারে পা রেখেছেন। আপাতত ওগিলভি হেল্থে ইনটার্নশিপ করেন তিনি। তবে এই প্রশিক্ষণের জন্য তিনি যে জীবনযাত্রা বেছে নিয়েছেন, তা শুনলে বেশ অবাক হতে পারেন। বাড়ি ভাড়া করে না থেকে প্রতি সপ্তাহে বিমানে যাতায়াত করেন এই তরুণী!

Advertisement

হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কিন্তু কেন প্রতি সপ্তাহে আকাশপথে অফিস যান সোফিয়া? কেন ভাড়া থাকেন না তিনি? আসলে মার্কিন তরুণীর দাবি, বিমানে যাতায়াতে তাঁর যা খরচ হয়, তার থেকে নিউ জার্সির মতো শহরে ঘর ভাড়া নিয়ে থাকতে আরও বেশি অর্থ ব্যয় হবে তাঁর। বিমান ভাড়া ও ঘর ভাড়ার তুল্যমূল্য হিসেব করে সোফিয়া জানিয়েছেন, পারসিপানিতে গ্রীষ্মকালে ঘরভাড়া প্রায় দেড় লক্ষ টাকা। আবার নিউ ইয়র্কে ঘরভাড়া প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা। এরপর আবার খাওয়াদাওয়া, পেট্রল ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় আরও অনেকটা। সেখানে বিমান ভাড়া তুলনামূলক কম।

[আরও পড়ুন: ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাটে নিরাপত্তায় ব্যর্থ পুলিশ, পর্যবেক্ষণ হাই কোর্টের]

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সোফিয়া জানিয়েছেন, “আমি একটা ভিডিও শেয়ার করে আপনাদের জানিয়েছিলাম যে সাউথ ক্যারোলিনা থেকে নিউ জার্সি পর্যন্ত কীভাবে আমি আকাশপথে কাজে যাই। সেখানেই হিসেব করে দেখিয়েছি একমাসের ঘর ভাড়ার থেকে বিমানে রাউন্ড ট্রিপ বুক করলে এক সপ্তাহে খরচ অনেকটা কম হয়। তাছাড়া আলাদা করে অন্য জায়গায় থাকার প্রয়োজনও পড়ে না।”

সোফিয়ার এহেন পোস্ট রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়। অনেকেই লিখেছেন, ইচ্ছা থাকলে ঠিক উপায় বেরিয়েই যায়। কেউ কেউ বলছেন, সোফিয়া যা করেছেন, তাতে অনেকেই অনুপ্রেরণা পাবে। খরচ বাঁচিয়ে কীভাবে কাজে মন দেওয়া যায়, তার আদর্শ দৃষ্টান্ত হতে পারেন সোফিয়া।

[আরও পড়ুন: কেষ্টপুরে জোড়া দেহ উদ্ধারে গ্রেপ্তার ৫, পাওনা টাকার জন্য চাপ দিতেই অপমানে আত্মহত্যা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার