shono
Advertisement

‘নকল করে সংসদে ভাষণ দেননি মহুয়া’, তৃণমূল সাংসদের পাশে মার্কিন প্রতিবেদক

সংসদে নকল করে ভাষণ দেওয়ার অভিযোগ যদিও খারিজ করে দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও। The post ‘নকল করে সংসদে ভাষণ দেননি মহুয়া’, তৃণমূল সাংসদের পাশে মার্কিন প্রতিবেদক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:33 AM Jul 04, 2019Updated: 11:40 AM Jul 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে দাপুটে ভাষণ দিয়ে দিনকয়েক ধরে শিরোনামে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র৷ নকল ভাষণ দিয়েছেন বলেই অভিযোগ তোলা হয়েছিল৷ যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন মহুয়া স্বয়ং৷ এই ইস্যুতে এবার মহুয়ার পাশে দাঁড়ালেন ‘দ্য ১২ সাইনস অফ ফ্যাসিজম’-এর  প্রতিবেদক মার্টিন লংম্যান৷ টুইটারে তিনি লেখেন, ‘‘শুধুমাত্র একজন রাজনীতিকের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে আমার লেখাটি দেশজুড়ে বিখ্যাত হয়ে গিয়েছে৷ তবে তাঁর বিরুদ্ধে নকল করার যে অভিযোগ উঠেছে, তা একেবারেই ভিত্তিহীন৷ এটা হাস্যকর ছাড়া কিছুই নয়৷’’

Advertisement

[ আরও পড়ুন: স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ই-সিগারেট নিষিদ্ধ করার ভাবনা মোদি সরকারের]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়, মহুয়া মৈত্র সংসদে নকল ভাষণ দিয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত আসল নথি ও তৃণমূল সাংসদের ভাষণ পাশাপাশি প্রকাশ করা হয়। ওই নথি অনুযায়ী, ২০১৭ সালের ৩১ জানুয়ারি ওয়াশিংটন মান্থলি নামে এক পত্রিকায় প্রকাশিত ‘ওয়ার্নিং সাইনস অফ ফ্যাসিজম’ শীর্ষক প্রতিবেদনের বেশ কয়েকটি পংক্তি পুরোপুরি তাঁর ভাষণে ব্যবহার করেছেন মহুয়া। কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেননি তৃণমূল সাংসদ। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মার্টিন লংম্যান আসল প্রতিবেদনটিতে ‘মার্কিন যুক্তরাষ্ট্র’ এবং ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কথা লিখেছিলেন৷ সেই শব্দ দুটি বদল করে ‘ভারত’ ও ‘নরেন্দ্র মোদি’ করেছেন মহুয়া৷ সেই পরিবর্তিত প্রতিবেদনটির একাংশই সংসদে পাঠ করেছেন মহুয়া। আসল প্রতিবেদনে ফ্যাসিবাদের ১২টি চিহ্নের উল্লেখ থাকলেও মহুয়া ব্যবহার করেছেন মাত্র ৬টি। এই যুক্তি খাড়া করেই সংবাদমাধ্যমের দাবি, আদতে অনৈতিকভাবে কৃতজ্ঞতা স্বীকার ছাড়াই অন্যের সৃষ্টি ব্যবহার করেছেন মহুয়া।

[ আরও পড়ুন: মালিক শ্রীঘরে, তার পোষ্যের ঠেলা সামলাতে হিমশিম পুলিশ]

সংসদে নকল করে ভাষণ দেওয়ার অভিযোগ যদিও খারিজ করে দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ জানান, তাঁর বিরুদ্ধে ‘ওয়াশিংটন মান্থলি’ পত্রিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা প্রতিবেদন ‘চুরি’-র অভিযোগ ভ্রান্ত। তথ্যসূত্র উল্লেখ না করলে ‘প্রতিবেদন চুরি’-র অভিযোগ করা যায়। কিন্তু এক্ষেত্রে তিনি সূত্র উল্লেখ করেছেন। আসল ইস্যু থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এহেন কুৎসা রটানো হচ্ছে বলেও দাবি তৃণমূল সাংসদের৷ 

The post ‘নকল করে সংসদে ভাষণ দেননি মহুয়া’, তৃণমূল সাংসদের পাশে মার্কিন প্রতিবেদক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement