সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জর্জ ফ্লয়েডের (George Floyd) স্মৃতি ফিরে এল মার্কিন মুলুকে। এক ব্যক্তিকে গ্রেপ্তারের আগে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করছে পুলিশ, এমন ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। অভিযুক্ত তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আরকানসাস (Arkansas) প্রদেশের ক্রফোর্ড কাউন্টিতে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হাত নেড়ে ঘটনার ভিডিও করতে বারণ করছেন এক পুলিশকর্মী।
রবিবারের ওই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, এক অভিযুক্তকে মাটিতে ফেলে মারধর করছে তিনজন পুলিশ (US Cops)। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, একটি দোকানের দিকে পাথর ছুঁড়ছিল ওই অভিযুক্ত। ধরতে গেলে পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই অভিযুক্ত। তারপর পালিয়ে যেতে চেষ্টা করে সে। তখন তাকে ধরার জন্য বাধ্য হয়েই মারধর করতে হয়েছে ওই অভিযুক্তকে। তবে জানা গিয়েছে, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সুস্থ রয়েছে অভিযুক্ত। তার বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা দায়ের করা হয়েছে।
[আরও পড়ুন:পঞ্জশিরের ‘সিংহশাবক’-কে বাগে আনার চেষ্টা, গুয়ানতানামোর প্রাক্তন বন্দিকে দায়িত্ব দিল তালিবান]
ক্রফোর্ড এলাকার প্রশাসনিক প্রধান জিমি দামান্তে বলেছেন, এই ঘটনার অভিযোগ পেয়ে দু’জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। তৃতীয় জনকেও বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আরকানসাসের গভর্নর আসা হাচিনসন টুইট করে লিখেছেন, “গোটা ঘটনা প্রসঙ্গে পুলিশ কর্তাদের সঙ্গে কথা হয়েছে। পুলিশি দুর্ব্যবহারের যথাযথ তদন্ত করা হবে।”
মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে মাটিতে ফেলে ঘাড়ের উপর হাঁটু চেপে ধরেন পুলিশ কর্মী ডেরেক। তখন ফ্লয়েড বার বার বলছিলেন, “আমি শ্বাস নিতে পারছি না। আমি শ্বাস নিতে পারছি না।” কিন্তু তার পরেও ওই পুলিশ কর্মী তাঁকে ছাড়েননি। সেই অবস্থাতেই মাটিতে চেপে রেখেছিলেন জর্জকে। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। মর্মান্তিক সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে। রবিবারেও সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরে এল মার্কিন মুলুকে।