সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের ভুলেই শহিদ হয়েছেন ৩ মার্কিন (USA) সেনা! উড়ন্ত অবস্থায় শত্রুপক্ষের ড্রোনকে নিজেদের বলে মনে করেছিল মার্কিন বাহিনী। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমেরিকার সেনার প্রাথমিক তদন্তে। গত রবিবার জর্ডানের (Jordan) সিরিয়া সীমান্তে মার্কিন সেনাঘাঁটির উপরে হামলার জেরে মৃত্যু হয় তিন সেনাকর্মীর। ইরানের মদতপুষ্ট গোষ্ঠীই এই হামলার নেপথ্যে রয়েছে বলে সুর চড়ান জো বাইডেন। কিন্তু প্রাথমিক তদন্তের পরে উঠে এল মার্কিন সেনার ব্যর্থতার কথা।
[আরও পড়ুন: নির্বাচনের আগেই ধাক্কা, গোপন তথ্য ফাঁসের অভিযোগে ১০ বছরের জেল ইমরানের]
ঠিক কী জানা গিয়েছে প্রাথমিক রিপোর্টে? তদন্তকারীদের মতে, মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একটি ড্রোন উড়িয়েছিল ইরানের (Iran) জঙ্গিগোষ্ঠী ইসলামিক রেসিস্টেন্স। একই সময়ে কাজ সেরে নির্দিষ্ট জায়গায় ফিরে আসার কথা ছিল একটি মার্কিন ড্রোনেরও। সেখানেই বিপত্তি। শত্রুদের ড্রোনকে নিজেদের বলে গুলিয়ে ফেলেছিল মার্কিন সেনা। তাই সেটিকে ধ্বংস করার চেষ্টাও হয়নি। শেষ পর্যন্ত মার্কিন ঘাঁটিতে গিয়ে আঘাত হানে ইরানের জঙ্গি গোষ্ঠীর ড্রোন।
উল্লেখ্য, জর্ডানের এই মার্কিন ঘাঁটিতে মোতায়েন রয়েছেন ৩৫০ জন সেনা। তা সত্ত্বেও কেন ড্রোন হামলায় নিহত হলেন তিন সেনা, সেটা খতিয়ে দেখতেই তদন্ত শুরু হয়। প্রাথমিক রিপোর্টে প্রকাশ্যে আসতেই বেরিয়ে পড়ল মার্কিন সেনার ব্যর্থতা। প্রসঙ্গত, গাজায় হামাস-ইজরায়েল সংঘাত শুরুর পরে এই প্রথমবার সরাসরি হামলা হল আমেরিকার উপরে। নিজের সেনার মৃত্যুর খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েছে আমেরিকা। বিবৃতি জারি করে বাইডেন (Joe Biden) বলেন, “আমরা জবাব দেবই। ইরানের মদতপুষ্ট হামলাকারীদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের ভাষায়, আমাদের সময়ে ওরা ঠিক জবাব পাবে।”