সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠকারি সিদ্ধান্ত নেওয়ায় 'খ্যাতি' রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার ট্রাম্প-সঙ্গী এলন মাস্কও সেই পথে হাঁটলেন! মার্কিন প্রেসিডেন্টের অন্যতম উপদেষ্টার নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যে আমেরিকার সমস্ত দপ্তরের সরকারি কর্মীদের কাজের হিসাব দিতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মীরা এই সংক্রান্ত মেল পেয়েছেন শনিবার। সোমবার রাত ১২টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এমন নির্দেশে চাপে মার্কিন মুলুকের সরকারি কর্মীরা। উদ্বেগে ভোগার পাশাপাশি বিরক্ত তাঁরা। হঠাৎ এমন নির্দেশিকা কেন?
নয়া নির্দেশিকায় সরকারি কর্মীদের ছাঁটাই করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। মাস্ক সমাজমাধ্যমে জানিয়েছেন, কোনও কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের ফিরিস্তি দিতে না পারলে তা তাঁর ইস্তফা হিসাবে বিবেচনা করা হবে। ট্রাম্পের চাপেই কী কর্মীদের উপর চাপ সৃষ্টি করলেন মাস্ক। কিছুদিন আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, মাস্ক ভালো কাজ করছেন কিন্তু আরও কঠোর পদক্ষেপ করতে হবে তাঁকে। এর পরেই সরকারি কর্মীদের কাছে কাজের হিসাব চাইলেন ধনকুবের শিল্পপতি।
আমেরিকার কর্মী ব্যবস্থাপনা দপ্তর বা অফিস অফ পারসোনেল ম্যানেজমেন্ট থেকে সরকারি কর্মীদের কাছে এই ইমেল গিয়েছে। যে ঘটনায় ক্ষুব্ধ আমেরিকার প্রায় ২৩ লক্ষ সরকারি কর্মী। তাঁদের বক্তব্য, কাজের ফিরিস্তি চাওয়া হয়েছে হঠকারি প্রক্রিয়ায়। বর্তমানে অনেক কর্মী ছুটিতে রয়েছেন। প্রতিরক্ষা বিভাগের কর্মীদের একটা অংশ এমন জায়গায় রয়েছেন, যেখানে ইন্টারনেট পরিষেবা নেই, ইমেলে যোগাযোগ সম্ভব না। আদতে উদ্বেগের পরিবেশ তৈরি হওয়া ছাড়া কোনও লাভ হবে না।