সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে, বিশেষত পাকিস্তানে বেছে বেছে জঙ্গিদের নিকেশ করছে ভারত। চাঞ্চল্যকর এই রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এই বিতর্কের মধ্যে সম্প্রতি ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) নাম না করে পড়শি দেশকে হুঁশিয়ারি দেন, 'ঘর মে ঘুস কর মারেঙ্গে'। মোদির এই মন্তব্যে এবার মুখ খুলল আমেরিকা (America)। হোয়াইট হাউজের তরফে এক বিবৃতিতে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ভারত ও পাকিস্তানের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকা নাক গলাবে না।
পাকিস্তানে গত দুবছরে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত বারো জন জেহাদি। তাৎপর্যপূর্ণ ভাবে, এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায়। শুধু পাকিস্তান নয়, অভিযোগ উঠেছে ‘বন্ধু’ কানাডা থেকেও। গত বছর সেপ্টেম্বর মাসে কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে জড়িত ভারত সরকার। এক ‘র’ এজেন্টের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছিল।
[আরও পড়ুন: মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো]
যাবতীয় প্রসঙ্গ তুলে ৫ এপ্রিল ভারতীয় সরকারের এক আধিকারিকের উক্তি-সহ একটি রিপোর্ট পেশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম। যেখানে বলা হয়েছে যে বিদেশের মাটিতে, বিশেষত পাকিস্তানে বেছে বেছে জঙ্গিদের নিকেশ করছে ভারত। যদিও ওই রিপোর্টকে ইতিমধ্যে মিথ্যে বলে নস্যাৎ করেছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) সাফ জানান, বিদেশের মাটিতে গিয়ে খুন করা ভারত সরকারের নীতি নয়। গত ৯ এপ্রিল এই বিষয়ে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমরা মিডিয়া রিপোর্টের দিকে নজর রাখছি। তবে এই বিষয়ে এখনই আমাদের তরফে কোনও বক্তব্য নেই। দুই দেশকে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলব।’
এর মধ্যে সম্প্রতি একটি জনসভায় মোদি বলেন, ‘‘দেশে শক্তিশালী সরকার রয়েছে। দেশে জঙ্গি হামলা হলে প্রয়োজনে এই মজবুত সরকার প্রতিবেশীদের ঘরে ঢুকে জঙ্গিদের নিকেশ করবে।’’ তিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের কন্ঠেও একই ধরনের বক্তব্য শোনা গিয়েছিল। যার পর পাকিস্তানের বিবৃতি ছিল, ভারতের নেতারা 'উসকানিমূলক' মন্তব্য করছে। বুধবার নতুন করে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু বলেন, ‘‘আমি আগেই বলেছি, আমেরিকা দু’দেশের মাঝখানে ঢুকবে না। তবে আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা এড়াতে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বার করতে উৎসাহিত করব।’’
[আরও পড়ুন: গোয়া নির্বাচনে ছিলেন আপের আর্থিক দায়িত্বে, লোকসভা ভোটের আগে ইডির হাতে গ্রেপ্তার সেই চনপ্রীত]
প্রসঙ্গত, গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে মোট ২০ জঙ্গিকে নিকেশ করেছে ‘র’। এই দাবির সপক্ষে পাকিস্তান সরকারও বেশ কিছু প্রমাণ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে। ইসলামাবাদের মতে, সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতের স্লিপার সেলই পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খুন করেছে। ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ধাঁচেই এই অপারেশন চালাচ্ছে ‘র’।