সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে ঢুকে সহপাঠীকে গুলি করে খুন করল মার্কিন পড়ুয়া। এলোপাথাড়ি গুলি চালানোর জেরে আহত হয়েছেন আরও ৫। গুলিবৃষ্টির পরে আততায়ী নিজেকে গুলি করেছে বলে সূত্রের খবর। স্কুলের নানা জায়গায় বিস্ফোরক লুকিয়ে রাখারও খবরও মিলেছে। উল্লেখ্য, বারবার বন্দুকবাজের হানায় বিপর্যস্ত হয়েছে আমেরিকা (USA)। নতুন অস্ত্র আইন প্রণয়ন করলেও থামেনি বন্দুকবাজের হামলা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ মার্কিন প্রদেশ লোয়ার একটি স্কুলে আচমকাই হামলা চালায় নাবালক বন্দুকবাজ। তখনও পর্যন্ত ক্লাস শুরু হয়নি ওই স্কুলে। তবে বেশ কয়েকজন পড়ুয়া স্কুলে পৌঁছে গিয়েছিল। সেই সময়েই স্কুলে ঢুকে একসঙ্গে হ্যান্ডগান ও শটগান চালাতে থাকে ওই স্কুলেরই নাবালক পড়ুয়া। সঙ্গে সঙ্গে গুলি লেগে মৃত্যু হয় ১২ বছর বয়সি এক ছাত্রের।
[আরও পড়ুন: রেশন দুর্নীতি: জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ২ তৃণমূল নেতার বাড়িতে ইডি, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ]
গুলিতে জখম হয় আরও চার পড়ুয়া। স্কুলের এক আধিকারিকও গুলি লেগে আহত হন। এলোপাথাড়ি গুলি চালানোর পরে নিজেকেও গুলি করে ১৭ বছর বয়সি বন্দুকবাজ। ঘটনাস্থল থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বন্দুকবাজের মৃত্যু হয়েছে। যদিও এই নিয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।
লোয়া পুলিশের তরফে বলা হয়, বন্দুকবাজের তাণ্ডবে মৃত পড়ুয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র। এছাড়াও স্কুলের নানা জায়গা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরকও পেয়েছেন তদন্তকারীরা। যদিও সেখান থেকে কোনও বিপত্তি ঘটেনি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। তবে প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। নতুন বছরের প্রথম দিন স্কুল শুরুর আগেই এমন মর্মান্তিক ঘটনায় বিপর্যস্ত স্কুল কর্তৃপক্ষ। শুক্রবারের জন্য ছুটি ঘোষণা হয়েছে স্কুলটিতে।