shono
Advertisement

Breaking News

এবার অ্যাপ থেকেই সরাসরি ডাউনলোড করা যাবে রিলস, নয়া ফিচার আনছে ইনস্টাগ্রাম

কীভাবে ডাউনলোড করবেন প্রিয় রিলস?
Posted: 04:23 PM Jun 21, 2023Updated: 04:23 PM Jun 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রাম (Instagram) ইউজারদের জন্য সুখবর। খুব তাড়াতাড়িই পছন্দের অ্যাপে নয়া ফিচার পেতে চলেছেন তাঁরা। এবার থেকে নিজেদের পছন্দের রিলগুলি ডাউনলোড করা যাবে। শুধু তাই নয়, ডাউনলোড করা এই রিল (Instagram Reels) শেয়ারও করা যাবে নানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি একটি অনুষ্ঠানে নয়া ফিচারের কথা ঘোষণা করেছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি।

Advertisement

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ইনস্টাগ্রামেই সবচেয়ে বেশি রিল তৈরি হয়। তার মধ্যে ভারতেই প্রতিদিন অন্তত ৬০ লক্ষ রিল বানান ক্রিয়েটাররা। শুধুমাত্র রিল বানিয়েই জনপ্রিয়তার শিখরে উঠেছেন সোশ্যাল মিডিয়ার বহু ইনফ্লুয়েন্সার। সেই রিল পছন্দ হলেও, তা ডাউনলোড করে সংগ্রহে রাখা যায় না। স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওগুলি স্রেফ দেখেই খুশি থাকতে হয় ইউজারদের। যদিও ইনস্টাগ্রামে সেভ করে রাখা যায় এই রিল। তাছাড়াও রিলের লিংক শেয়ার করা যায় নিজের প্রিয়জনদের কাছে।

[আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের]

তবে এবার পালটে যাবে ইনস্টাগ্রামের এই সেটিংস। জানা গিয়েছে, প্রত্যেকটি রিলের পাশেই থাকবে ডাউনলোডের অপশন। সেখান থেকে ডাউনলোড করলেই সোজা ফোনের গ্যালারিতে সেভ হবে ওই ভিডিও। সেখান থেকেই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যেমে রিল হিসাবেই ভিডিওটি শেয়ার করা যাবে। তবে প্রাইভেট অ্যাকাউন্টের রিলগুলি ডাউনলোড করার ব্যবস্থা থাকছে না। এছাড়াও ইউজাররা নিজেরা ঠিক করতে পারবেন, তাঁদের রিল ডাউনলোড করা যাবে কিনা।

তবে নতুন এই ফিচার আপাতত আমেরিকার ইউজাররাই ব্যবহার করতে পারবেন। ভারতে এখনও ডাউনলোড করার অপশন থাকবে না রিলের পাশে। তবে অন্য একটি উপায়ে এই রিল নিজেদের ফোনে সংগ্রহ করতে পারেন ভারতের ইউজাররা। যে রিল ডাউনলোড করতে চান, সেই রিলটি নিজের স্টোরিতে অ্যাড করতে হবে। সেখান থেকে সেভ অপশনটি বেছে নিলেই ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ইনস্টাগ্রামের রিলটি। 

[আরও পড়ুন: ‘সব লড়াইয়ের জন্য তৈরি’, পুরুষ হতে চান বুদ্ধদেব ভট্টাচার্য কন্যা সুচেতনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement