-
- ফটো গ্যালারি
- Uttar pradesh bundelkhand expressway inaugurated by pm modi
যোগীরাজ্যে ২৯৬ কিলোমিটার দীর্ঘ ঝাঁ চকচকে এক্সপ্রেসওয়ে উদ্বোধন মোদির, দেখুন ছবি
নয়া এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা।
Tap to expand
শনিবার উত্তরপ্রদেশের জালাউনে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Tap to expand
২৯৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের মুকুটে নয়া পালক। এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় নবনির্মিত এক্সপ্রেসওয়ের একাধিক ছবি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
Tap to expand
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বুন্দেলখণ্ডের এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। ২৮ মাসের মধ্যে সেই কাজ শেষ হল। সড়ক নির্মাণের দায়িত্বে ছিল উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি।
Tap to expand
এটি উত্তরপ্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের ফলে 'অনুন্নত' বুন্দেলখণ্ড অঞ্চলের চিত্রকুট সহজেই ইটাওয়া লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। যোগীরাজ্যের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা নেবে এই মহাসড়ক।
Tap to expand
নয়া এক্সপ্রেসওয়ের নিকটবর্তী বান্দা ও জালাউন জেলায় শিল্প করিডর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। পরবর্তীকালে এই এক্সপ্রেসওয়েকে ৬ লেনে পরিবর্তন করা যাবে। এই এক্সপ্রেসওয়ে ইটাওয়া, আউরাইয়া, জালাউন, মাহোবা, বান্দা এবং হামিরপুরের মতো ৬ টি জেলাকে সংযুক্ত করবে।
Tap to expand
বুন্দেলখণ্ডের চিত্রকুট জেলার ভরতকুট এলাকার কাছে গোন্ডা গ্রামে শেষ হবে এক্সপ্রেসওয়েটি। নির্ধারিত সময়ের ৮ মাস আগে এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে। শুক্রবার নিজের ভাষণে জানান গর্বিত প্রধানমন্ত্রী।
Tap to expand
এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, "উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি দীর্ঘদিনের। আমরা দুই ক্ষেত্রেই উন্নতি করছি। আইনশৃঙ্খলার মতোই যোগাযোগ ব্যবস্থাও ক্রমশ উন্নত হচ্ছে।"
Published By: Kishore GhoshPosted: 03:54 PM Jul 16, 2022Updated: 04:04 PM Jul 16, 2022
নয়া এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা।