shono
Advertisement

স্নাতক হয়ে চাকরি খুঁজছেন? সামনেই স্টেট ব্যাংকে ভাল পদে নিয়োগের সুবর্ণ সুযোগ

আবেদনের সময়সীমা কতদিন, জেনে নিন খুঁটিনাটি।
Posted: 05:06 PM Nov 15, 2020Updated: 05:10 PM Nov 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএএস, WBCS কিংবা শিক্ষকতার পেশায় যাঁদের তেমন ঝোঁক নেই, তাঁদের অনেকেই কিন্তু ব্যাংকের চাকরিতে আগ্রহী। দায়িত্বপূর্ণ কাজের পাশাপাশি সম্মানও আর পাঁচটা পেশার চেয়ে একটু বেশিই। আর বেতন নিয়ে তো ভাবনাই নেই। একবার যোগ্যতা প্রমাণ করে ব্যাংকের চাকরি হাতের মুঠোয় এলে পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে তড়তড়িয়ে উন্নতির সিঁড়িতে ওঠা যায় অনেকটাই। ভাবছেন তো, কীভাবে ব্যাংকে চাকরি খুঁজবেন? ভাবনায় ইতি টেনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। ২০০০ শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনের খুঁটিনাটি বিস্তারিত জেনে নিন –

Advertisement

SBI তে প্রবেশনারি অফিসার (PO) নিয়োগ
শূন্যপদ – ২০০০
এর মধ্যে সাধারণের জন্য শূন্যপদ – ৮১০
তফসিলি জাতি ও উপজাতিদের জন্য ৪৫০ এবং বাকি ৭৪০টি শূন্যপদ অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত আবেদনকারীদের জন্য সংরক্ষিত।

[আরও পড়ুন: করোনা কালে রাজ্যে একাধিক শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ, সুযোগ হাতছাড়া করবেন না]

 

আবেদনকারীর যোগ্যতা

  • UGC অনুমোদিত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিভাগে স্নাতক হওয়া ব্যক্তিরাই আবেদন করতে পারেন।
  • স্নাতকের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন, এমন প্রার্থীরাও আবেদনের জন্য যোগ্য। তবে ৩১ ডিসেম্বর, ২০২০র মধ্যে তাঁদের স্নাতক হতে হবে।
  • চার্টার্ড অ্যাকাউন্ট পাশ করা প্রার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত।

আবেদনকারীর বয়স –
২১ থেকে ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। ১ এপ্রিল, ২০২০র নিরিখে বয়স বিবেচিত।

আবেদনের সময়সীমা
৪ ডিসেম্বর, ২০২০র মধ্যে আবেদন করতে হবে। বিশেষ পরিস্থিতিতে আবেদনের সর্বশেষ সময়সীমা ১৯ ডিসেম্বর, ২০২০।

বেতন কাঠামো
প্রতি মাসে ২৭,৬২০ টাকা থেকে ৪২,০২০ টাকা পর্যন্ত।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ? স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে চাকরির সুযোগ হাতছাড়া করবেন না]

পরীক্ষা

  • প্রাথমিক পরীক্ষা – ৩১ ডিসেম্বর, ২০২০, ২, ৪ এবং ৫ জানুয়ারি, এই চারদিন অনলাইনে হবে পরীক্ষা।
  • এই পরীক্ষার ফলপ্রকাশ জানুয়ারির তৃতীয় সপ্তাহে।
  • প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা মেন পরীক্ষায় বসবেন ২৯ জানুয়ারি, ২০২১।
  • এর ফল প্রকাশিত হতে পারে ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে।
  • তারপর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

বিস্তারিত জানতে আর দেরি না করে ক্লিক করুন sbi.co.in – এই ওয়েবসাইটে আর নিজের আবেদনপত্রটি পূর্ণ করে দিন অনলাইনেই। স্টেট ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ এর চেয়ে সহজে আর কোথায়ই বা পাবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement