shono
Advertisement

Breaking News

আগামী বছরের শুরুতেই মিলতে পারে একাধিক করোনা ভ্যাকসিন, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

এই মুহূর্তে দেশে চারটি করোনা ভ্যাকসিন চূড়ান্ত পর্বের ট্রায়ালে রয়েছে।
Posted: 02:24 PM Oct 13, 2020Updated: 02:24 PM Oct 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের গোড়াতেই দেশে চলে আসতে পারে করোনা ভ্যাকসিন (COVID-19 vaccine)। এবং ভ্যাকসিন মিলতে পারে একের বেশি। দেশীয় ছাড়াও বিদেশি সংস্থার ভ্যাকসিনও আসতে পারে। মঙ্গলবার এমনই জানালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। এদিন তিনি বলেন, ‘‘আমরা আশা করছি, আগামী বছরের শুরুতেই দেশে ভ্যাকসিন চলে আসবে। সম্ভবত একাধিক সূত্র থেকে। আমাদের বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ভ্যাকসিনের বিতরণ নিয়ে ভাবনাচিন্তা ও পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন। কাদের আগে ভ্যাকসিন দেওয়া হবে তাও ঠিক করা হচ্ছে।’’

Advertisement

এই মুহূর্তে দেশে চারটি করোনা ভ্যাকসিন চূড়ান্ত পর্বের ট্রায়ালে রয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ভ্যাকসিন চলে আসবে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই। তবে সুরক্ষার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই বিতরণ শুরু হবে। এবার তিনি জানাচ্ছেন, ‘‘দেশের সুবৃহৎ জনসংখ্যার কারণে একটি ভ্যাকসিন বা ভ্যাকসিন নির্মাতার পক্ষে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই আমরা দেশে একাধিক ভ্যাকসিন ডোজের ব্যাপারে চিন্তাভাবনা করছি।’’

[আরও পড়ুন: ধনকড় ইস্যুতে মমতার অবস্থানকেই সমর্থন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের]

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ হাজার ৩৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত অনেকদিন আগে থেকেই মিলছিল। এবার তা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসার ইঙ্গিত মিলছে। কমেছে মৃতের সংখ্যাও। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস জানিয়েছেন, কবে কোভিড-১৯ ভ্যাকসিন আসবে তার জন্য অপেক্ষা করা যাবে না। আপাতত হাতে যা চিকিৎসা ব্যবস্থা আছে তাই দিয়েই মানুষকে বাঁচাতে হবে করোনার প্রকোপ থেকে।

[আরও পড়ুন: বিহারে ফের হাসতে হাসতে ক্ষমতায় আসতে পারেন নীতীশ কুমার! ইঙ্গিত জনমত সমীক্ষায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement