সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটে দেবনাগরী লিপির ব্যবহার হয়েছে৷ এই বিষয়টিতে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করলেন সিপিআই নেতা বিনয় বিশ্বম৷
সিপিআই নেতার দাবি, নোটে দেবনাগরী লিপি ব্যবহার করে সংবিধানের ৩৪৩ (১) ধারা লঙ্ঘন করা হয়েছে৷ চলতি মাসের ২৫ তারিখে নোট সংক্রান্ত অন্যান্য মামলাগুলির সঙ্গেই সিপিআই নেতার অভিযোগটিরও শুনানি হবে শীর্ষ আদালতে৷
বিনয় বিশ্বমের বক্তব্য, নোট দেশের অর্থব্যবস্থার প্রতীক। সেই সঙ্গে তা সংবিধানসম্মতও হওয়া উচিত। সেজন্য সংসদে আলোচনার পর ঠিক হয়েছিল, সংবিধানে যে সব ভাষা অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলোই শুধু নোটে থাকবে। সেই ধারা লঙ্ঘন করে দেবনাগরী লিপি ব্যবহার করা হয়েছে, তাও ভুলভাবে! তাই তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।
The post নতুন নোটে দেবনাগরী লিপি, মামলা উঠল সুপ্রিম কোর্টে appeared first on Sangbad Pratidin.