সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য ‘স্টেনোগ্রাফার গ্রেড সি’ এবং ‘স্টেনোগ্রাফার গ্রেড ডি’ পদে কয়েকশো কর্মী নিয়োগ করা হবে। চাকরি হবে গ্রুপ বি নন গেজেটেড অফিসার পদে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- গ্রেড ‘সি’ স্টেনোগ্রাফার পদে আবেদনকারীর ইংরাজি শর্টহ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত ১০০টি এবং ৪০টি শব্দ তোলার গতি থাকা দরকার।
- গ্রেড ‘ডি’ স্টেনোগ্রাফার পদে আবেদনকারীর ইংরাজি শর্টহ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ের মিনিটে যথাক্রমে অন্তত ৮০টি এবং ৫০টি শব্দ তোলার গতি থাকা দরকার।
আবেদনকারীর বয়সসীমা: - গ্রেড ‘সি’ স্টেনোগ্রাফার পদে আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের নিরিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
- গ্রেড ‘ডি’ স্টেনোগ্রাফার পদে আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের নিরিখে ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে।
[আরও পড়ুন: আপনি কি পরিবেশ সচেতন? বাংলায় ‘গ্রিন জব’-এর প্রচুর সুযোগ, জেনে নিন বিস্তারিত]
আবেদনের পদ্ধতি:
www.ssconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদনে কোনও ভুল হলে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করা যাবে।
আবেদনের ফি:
পরীক্ষার ফি বাবদ ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
কম্পিউটারভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষা নেওয়া হবে কলকাতা, শিলিগুড়ি, পোর্টব্লেয়ার, গ্যাংটক, কটক, সম্বলপুর, দিসপুর, শিলচর, আগরতলা, শিলং, ইম্ফল, আইজল, ইটানগর, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কোহিমা, পাটনা, ভুবনেশ্বর ও রাঁচির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। এই পরীক্ষায় পাশ করলে নেওয়া হবে স্কিল টেস্ট। তারপর নেওয়া হবে স্টেনো টেস্ট।