shono
Advertisement

ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, আবেদন করছেন তো?

আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
Posted: 04:47 PM Sep 07, 2021Updated: 04:27 PM Sep 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ব্যাংক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra)। স্পেশ্যালিষ্ট অফিসার আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement

কোন বিভাগে কত শূন্যপদ
এগ্রিকালচার ফিল্ড অফিসার: ১০০টি
সিকিউরিটি অফিসার: ১০টি
ল অফিসার: ১০টি
এইচ আর/পার্সোনাল অফিসার: ১০টি
আইটি সাপোর্ট অ্যাডমিনিষ্ট্রেটর: ৩০টি

আবেদনের যোগ্যতা
এগ্রিকালচার ফিল্ড অফিসার
৬০ শতাংশ নম্বর-সহ এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যান হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন, কো-অপারেশন অ্যান্ড ব্যাংকিং, অ্যাগ্রো ফরেস্ট্রি, ফরেস্ট্রি, এগ্রিকালচারাল বিজনেস ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, সেরিকালচার – যেকোনও একটি বিষয়ে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
আবেদনকারীর বয়সসীমা:
২০ থেকে ৩০ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করা যাবে।

[আরও পড়ুন: Govt Job: HS পাশেও রয়েছে ভাল বেতনের সরকারি চাকরির সুযোগ, আবেদনের শর্ত জানেন?]

সিকিউরিটি অফিসার:

  • যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
  • ভারতীয় সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে ৫ বছরের/ভারতীয় নৌবাহিনী বা বায়ুসেনার সমতুল পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা।

আবেদনকারীর বয়সসীমা:
২০ থেকে ৩৫ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করা যাবে।

ল অফিসার

  • মোট ৬০ শতাংশ নম্বর-সহ আইনে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
  • ব্যাংকিং ল, কোম্পানি ল, লেবার ল, কনস্টিটিউশনাল ল বিষয়ে জ্ঞান থাকলে প্লিডিং ও নথিপত্র ড্রাফটিংয়ের অভিজ্ঞতা-সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে।

আবেদনকারীর বয়সসীমা:
২৫ থেকে ৩৫ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করা যাবে।

এইচআর/পার্সোনাল অফিসার
যেকোনও শাখায় স্নাতক এবং ৬০ শতাংশ নম্বর-সহ পার্সোনাল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা এইচআর/এইচআরজডি/সোশ্যাল ওয়ার্ক/লেবার ল বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
আবেদনকারীর বয়সসীমা:
২৫ থেকে ৩৫ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করা যাবে।

আইটি সাপোর্ট অ্যাডমিনিষ্ট্রেটর
৫৫ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিই/বিটেক হলে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
২০ থেকে ৩০ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করা যাবে।

আবেদনের পদ্ধতি:
https://www.bankofmaharashtra.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে https://www.bankofmaharashtra.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Job: অধ্যাপনা করতে চান? জেনে নিন SET-এ বসার শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement