shono
Advertisement

নতুন বছরে ভাগ্য ফেরাতে অবশ্যই মেনে চলুন এই টিপস

এগুলো মানলে সাধারণ বিপদ আপদ থেকে রেহাই তো পাওয়া যায়৷ তাই সৌভাগ্যের সন্ধানে কিছু টিপস মানতে আপত্তি কীসের! The post নতুন বছরে ভাগ্য ফেরাতে অবশ্যই মেনে চলুন এই টিপস appeared first on Sangbad Pratidin.
Posted: 10:14 PM Dec 18, 2016Updated: 04:44 PM Dec 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কটাদিন পরেই হিসেবনিকেশ তুলে রেখে চলে যাবে ২০১৬৷ স্বাগত জানানোর পালা নতুন বছরকে৷ তবে তার আগে একবার পুরনো বছরের দিকে ফিরে তাকানো ভাল৷ কিছু ভাল স্মৃতির পাশাপাশি কিছু খারাপ ঘটনাও থাকবে৷ হয়তো একটু সচেতন হলেই তা এড়ানো যেত৷ কিন্তু নিজের ভুলেই তা করা হয়ে ওঠেনি৷ নতুন বছরে আবার সেই একই ভুল না করাই ভাল৷ আর তাই ২০১৭-য় সৌভাগ্যের সন্ধানে অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপস৷

Advertisement

১) বসার ঘরে কি পরিবারের সকলের ছবি আছে? নিদেনপক্ষে গ্রুপ ফটো! না থাকলে টাঙিয়ে ফেলুন৷ সংসারে সংহতির জন্য এ জিনিস জরুরি৷ এমনটাই মত বাস্তু বিশেষজ্ঞদের৷

২) ঠাকুরঘর কি কোনওভাবে বাথরুমের কাছাকাছি? তবে দূরত্ব বাড়িয়ে ফেলাই বিধেয়৷

৩) ঘরে কি অ্যাকোয়ারিয়াম আছে? তাহলে দেখুন সেটি উত্তর-পূর্ব কোণে আছে কি না? যদি না থাকে তবে সেই জায়গায় রাখুন৷ ন’টি গোল্ড ফিস ও একটি ব্ল্যাক ফিস রাখা মঙ্গলজনক৷

৪) পড়াশোনার সময় সন্তান কোন দিকে মুখ করে বসে? খেয়াল রাখুন যাতে সে পূর্বমুখো হয়ে বসে৷ পড়াশোনায় মনযোগী হয়ে ওঠার ক্ষেত্রে এটি জরুরি৷ আর পুজো করার সময় আপনিও উত্তর-পূর্বমুখী হয়েই বসুন৷

৫) ঘরের সদর দরজা খুলেই কি ডাইনিং রুম চোখে পড়ে? এমনটা না হওয়াই ভাল৷ একান্ত হলে কোনও একটা আড়াল টানার চেষ্টা করুন৷

৬) পচা খাবার, শুকনো ফুল, ছেঁড়া কাপড়, বাতিল কাগজপত্র, কৌটো এসব ঘরের মধ্যে জমা না করে রাখাই ভাল৷ বলা হয়, এতে নাকি দেবী লক্ষ্মী প্রবেশে বাধা পান৷

৭) ঘরের আশেপাশে কি গাছ আছে? খেয়াল রাখুন কলাগাছ বা পিপুলের ছায়া যেন আপনার বাড়ি বা জানালায় না পড়ে৷

৮) ঘরে কি তুলসী গাছ আছে? না থাকলে ঘরের উত্তর-পূর্ব কোণ দেখে একটি তুলসীর টব বসান৷ তুলসীর থেকে উপকারী ও পবিত্র গাছ আর কী আছে৷

৯) ঘরের আসবাবগুলো কি ছড়িয়ে ছিটিয়ে, যেমন তেমন করে আছে? তাহলে আজই গোছানো শুরু করুন৷ চেষ্টা করুন যাতে চতুষ্কোণ বা বৃত্তাকার ফর্মে আসে৷

১০) রান্নাঘরে কোনও আয়না রাখবেন না৷ ঘরের কোণগুলি যদি অন্ধকার হয়ে থাকে তবে আলোর ব্যবস্থা করুন৷ সদর দরজার সামনেও উজ্জ্বল আলো রাখবেন৷

১১) বেডরুমে টিভি না রাখাই ভাল৷ লিভিং রুমেই জায়গা হোক টিভির৷ সাধারণত দক্ষিণ-পূর্ব কোণে রাখারই নির্দেশ দেওয়া হচ্ছে৷

১২) ঘরে যদি পেন্টিং রাখেন তবে হতাশাজানক যেমন কান্নার রাখবেন না৷ বরং সূর্যোদয় বা ওই জাতীয় কিছু রাখতে পারেন৷ যাতে একটা পজিটিভিটি থাকে৷

এই কাজগুলো করলে কি সত্যিই সৌভাগ্য আসবে? আসলে এরকম কোনও ধরাবাঁধা নিয়ম নেই৷ তবে প্রত্যেকটা পরামর্শের পিছনেই কিছু না কিছু বাস্তব যুক্তি আছে৷ খেয়াল করলেই তা বোঝা যায়৷ কোনওটা হয়তো পরিচ্ছন্নতার কথা বলছে, কোনওটা বা অন্ধকারে বিপদে না পড়ার কথা বলছে৷ অর্থাৎ এগুলো মানলে সাধারণ বিপদ আপদ থেকে রেহাই তো পাওয়া যায়৷ তাই সৌভাগ্যের সন্ধানে কিছু টিপস মানতে আপত্তি কীসের!

The post নতুন বছরে ভাগ্য ফেরাতে অবশ্যই মেনে চলুন এই টিপস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement