সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সিনেদুনিয়ায় বড় দুঃসংবাদ। চলতি সপ্তাহে একের পর এক তারকার মৃত্যু হয়েছে। এবার প্রয়াত বাংলা সিনেমার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়। অভিনেতা জয়জিৎ মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টলিউডে। আর্টিস্ট ফোরামের তরফেও শোকপ্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অমরনাথ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০৫ সাল থেকেই মুম্বইয়ে ছেলে চন্দ্রদীপ মুখোপাধ্যায়ের কাছে থাকতেন বর্ষীয়ান অভিনেতা। সংবাদমাধ্যমের কাছে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তিনি। শুক্রবার মায়ানগরীতেই অমরনাথের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
[আরও পড়ুন: ফিল্মি দুনিয়ায় ফের দুঃসংবাদ! হোটেলের ঘর থেকে মিলল পরিচালকের নিথর দেহ]
বাংলা সিনেমার স্বর্ণযুগে বহু সিনেমায় অভিনয় করেছেন অমরনাথ মুখোপাধ্যায়। কখনও নেতিবাচক চরিত্রে আবার কখনও বা ইতিবাচক ভূমিকায় দর্শকদের মন কেড়েছেন তিনি। উত্তম-সুচিত্রা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সকলের সঙ্গেই অভিনয় করেছেন অমরনাথ। বসন্ত বিলাপ থেকে ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘কুহেলি’ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা।
হিন্দি সিনেদুনিয়াতেও অমরনাথের সুখ্যাতি ছিল। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর শিকে ছিঁড়েছিল যদিও উত্তম কুমারের হাত ধরে। অমানুষ ছবিতে উত্তমের পরামর্শেই অমরনাথকে কাস্ট করেন পরিচালক শক্তি সামন্ত। হিন্দি ও বাংলা সিনেমার অতি পরিচিত মুখ হলেও লাইমলাইটের আড়ালে ছিলেন তিনি। এবার ৯০ বছর বয়সে নিঃশব্দেই চলে গেলেন অমরনাথ মুখোপাধ্যায়।