সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুন কাণ্ডে (RG KAR Case) উত্তাল রাজ্য। দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। ১৪ আগস্ট রাতজুড়ে প্রতিবাদ মিছিলের পরই সামনে এল এক ভিডিও। সেখানে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকে (Arijit Singh) একটি ঘোষণা করতে দেখা যাচ্ছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জেরই ছেলে তিনি। সেখানেই একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্যের ভিডিও হল ভাইরাল।
ওই ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, 'ফেসবুকে আপডেট করলে হবে না কিন্তু কাকা। হ্যাঁ। ফেসবুক, টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? (উত্তরে ''সবাই, সবাই'' শুনে) থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট। প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি-রেপ। থ্যাঙ্ক ইউ সো মাচ।'
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে গিয়ে চক্ষু চড়কগাছ! রক্তাক্ত মাটিতে পড়ে ক্লিপ, চাঞ্চল্য গোঘাটে]
তবে এই ভিডিওটি অরিজিৎ তাঁর নিজস্ব সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেনি। 'টলিঅনলাইন' এটি শেয়ার করেছে। তার পরই তা কার্যত ভাইরাল হয়ে যায়। কিন্তু এই ভিডিওটির সত্যতা কিংবা তা পুরনো ভিডিও কিনা তা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সোদপুরের নাটাগড়ের বাসিন্দা ওই তরুণী চিকিৎসক। গত ৮ আগস্ট নাইট ডিউটি করছিলেন তিনি। সেই রাতে নৃশংস অত্যাচারের পর খুন করা হয় তরুণী চিকিৎসককে। পরদিন সকালে জরুরি বিভাগের সেমিনার হল থেকে তাঁর প্রায় বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ-সহ ফরেনসিক বিভাগে চারজনকে তলব করেছে সিবিআই। এই পরিস্থিতিতে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে মশালের মতো। এই কাণ্ডে বিচার চেয়ে আজ রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে রাতের বেলা রাজ্যজুড়ে পথে নেমেছেন মহিলারাও। এহেন পরিস্থিতিতে চর্চায় অরিজিৎ সিংয়ের ভিডিওটিও।