shono
Advertisement

জলে পড়তেই বেঁচে উঠল বরফ হয়ে যাওয়া মাছ, ভাইরাল ভিডিও

দেখুন সেই ভাইরাল ভিডিও- The post জলে পড়তেই বেঁচে উঠল বরফ হয়ে যাওয়া মাছ, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 08:13 PM Mar 22, 2017Updated: 02:43 PM Mar 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মছলি জল কি রানি হ্যাঁয়, জীবন উসকা পানি হ্যাঁ…’

Advertisement

মীনকুলের সঙ্গে পরিচয় করানোর জন্য ছোটদের এই ছড়া যে কতটা সত্যি তা হয়তো এই ঘটনা চাক্ষুষ না করলে বোঝা যেত না। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বরফে জমে যাওয়া একটি মাছ জলের মধ্যে পড়তেই ধীরে ধীরে ফিরে পেল প্রাণ। এনটিডি টেলিভিশনের ফেসবুক পেজের এই ভিডিও ২০ ঘণ্টার মধ্যে দেখে ফেলেছেন অন্তত ৬০ লক্ষ মানুষ। প্রচুর মানুষ সেই ভিডিওতে কমেন্টও করেছেন।

ভিডিও দেখা যাচ্ছে, একজন রেফ্রিজারেটর থেকে ওই বরফ হয়ে যাওয়া মাছটিকে বের করে একটি জলভর্তি গামলার মধ্যে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরই দেখা গেল, বরফ গলে গিয়ে রূপোলি শরীর বেরিয়ে এল মাছের। তারপর ধীরে ধীরে পাখনা নেড়ে সাঁতার কাটতে লাগল ওই মাছটি।

দেখুন সেই ভাইরাল ভিডিও-

ভিডিও সৌজন্য- NTD Television

The post জলে পড়তেই বেঁচে উঠল বরফ হয়ে যাওয়া মাছ, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement