shono
Advertisement

ইন্ডিয়ান অয়েলের পাইপ ফেটে হু হু করে বেরচ্ছে ডিজেল! দেদার লুট শুরু স্থানীয়দের

প্রায় দেড় ঘণ্টা পর ফাটল মেরামত করা হয়।
Posted: 05:48 PM Dec 20, 2022Updated: 05:59 PM Dec 20, 2022

সুদীপ বন্দ্য়োপাধ্যায়, দুর্গাপুর: মাটি ফুঁড়ে না কি দূর্মূল্য ডিজেল বের হচ্ছে! হু হু করে ডিজেল ছড়িয়ে পড়ছে মাঠ থেকে ডোবায়। ব্যাস, খবর ছড়িয়ে পড়তেই লুটের উৎসব শুরু। কেউ বালতি তো কেউ হাঁড়ি তো আবার কেউ বাড়ির ভোজ্য তেলের ফাটা জ্যারিকেন হাতেই লেগে পড়ে ডিজেল সংগ্রহে। পাশের গ্রামের রাজমিস্ত্রীর হাতে থাকা সিমেন্ট, বালি মেশানোর গামলা নিয়েই ডুব লাগায় ডোবায়। মহিলারা রীতিমতো ডিজেল সংগ্রহে ‘প্রতিযোগিতা’ শুরু করে দেন। নালা, ডোবা থেকে জল মিশ্রিত ডিজেল পাওয়ার পর মুখে তাঁদের ‘বিশ্বকাপ’ জয়ের হাসি।

Advertisement

কাঁকসায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের ডিজেল পাইপলাইনে ফাটল ধরে। ফাটল থেকে প্রায় ১২ হাজার লিটার ডিজেল মাঠ পেরিয়ে মেশে পাশের ডোবায়। সেই ডিজেল লুট করতে কার্যত মেলা বসে যায় সেখানে। পুলিশকে তোয়াক্কা না করেই হাঁড়ি, বালতি নিয়ে ডিজেল লুঠের ‘তাণ্ডব’ দেখতেও হাজির বহু ‘মানুষ। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কাঁকসা থানার পানাগড় বাইপাস সংলগ্ন পানাগড় গ্রামের পাঠান পাড়ায় বায়ু সেনার প্রাচীর ঘেঁষে ইন্ডিয়ান ওয়েলের ডিজেল ইনপুট পাইপলাইনে ফাটল ধরে।

[আরও পড়ুন: ‘লোকটা চরিত্রহীন, একসঙ্গে থাকা যায় না’, সৌমিত্র খাঁয়ের কাছে ডিভোর্স চেয়ে আদালতে সুজাতা]

হলদিয়া- রাজবাঁধ ইনপুট লাইনের ফাটল থেকে বিপজ্জনকভাবে ডিজেল বের হতে শুরু করে। সেই ডিজেল মাঠ থেকে গিয়ে পড়ে পাশের ডোবায়। প্রায় ৪০ হাজার লিটার ডিজেল নষ্ট হয়েছে বলে ইন্ডিয়ান অয়েল সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এসিপি (কাঁকসা) ও কাঁকসা থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আসে দমকলও। পুলিশ দেখে পালায় লুটেরারা। প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট ধরে চলে ডিজেল লুটের প্রতিযোগিতা।

প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট ধরে চলে ডিজেল লুটের ‘প্রতিযোগিতা’। এরপর ঘটনাস্থলে আসে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। তাঁরা ফাটল মেরামতিতে নামে। আধ ঘণ্টার চেষ্টায় ফাটল মেরামতি করতে সমর্থ হয়। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের রাজবাঁধ টার্মিনালের জেনারেল ম্যানেজার (মেইন্টেনেন্স) জয়দেব মান্না জানান, “কী কারণে ফাটল তা তদন্ত করে দেখা হবে। তেল সরবরাহ বন্ধ করে ফাটল মেরামতির পর লাইন চালু করা হয়েছে।” ফেটে যাওয়া পাইপ লাইনের অংশ বদল করে পুরো সরবরাহ স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেই মনে করছেন আধিকারিকরা।

 

[আরও পড়ুন: পুরসভার পার্কিংলটে কাটা মুন্ডু! হাড়হিম কাণ্ডে চাঞ্চল্য ইংরেজবাজারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার