shono
Advertisement

৬২ কোটি টাকার ছবি বাজারের ব্যাগে! ভ্যান গঘের চুরি যাওয়া ছবির আশ্চর্য উদ্ধার

১৮৮৪ সালে আঁকা 'দ্য পার্সোনেজ' ফিরল মিউজিয়ামে।
Posted: 05:09 PM Sep 14, 2023Updated: 05:09 PM Sep 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূল্যহীন আর মূল্যবানের মধ্যে ম্যাজিক তফাত! বার বার মনে করিয়ে দেন পোস্ট ইম্প্রেশনিস্ট ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ (Vincent van Gogh)। যাকে তাঁর কাল পাত্তাই দেয়নি। কোটি টাকায় ছবি বিক্রি তো দূর, দুই বেলার খাবার জোটানোই কঠিন হত বেচারার। একটা সময়ের পর কোটিপতি হওয়ার লোভে সেই শিল্পীর ২৮টি ছবি গায়েব করে দেয় শিল্পচোররা। সম্প্রতি তারই একটি ‘ঘরে’ ফিরল পাতি বাজারের ব্যাগে চরে। শিল্পগোয়েন্দা আর্থার ব্র্যান্ডের সৌজন্যে উদ্ধার হল অমূল্যরতন ‘দ্য পার্সোনেজ’।

Advertisement

৩৭ বছরের জীবনে ২১০০-র বেশি ছবি আঁকেন ভ্যান গঘ। এর মধ্যে ৮৬০টি ছিল অয়েল পেন্টিং। ‘দ্য পার্সোনেজ’ এঁকেছিলেন ১৮৮৪ সালে। শিল্পী জীবনের শুরুর দিকে আঁকা হলেও আন্তর্জাতিক বাজারে ‘দ্য পার্সোনেজ’-এর (৯.৮ ইঞ্চি চওড়া, ২২ ইঞ্চি লম্বা) দাম আকাশ ছোঁয়া। ২৬ থেকে ৫২ কোটি টাকা দাম উঠছে বিভিন্ন সময়ে। বছর কয়েক আগে নেদারল্যান্ডসের গ্রনিনগার সংগ্রহশালার ওই ছবি একটি প্রদর্শনীর জন্য আনা হয়েছিল সিঙ্গার ল্যারেন মিউজিয়মে। এর মধ্যে কোভিডের জেরে লকডাউন জারি হয়। তার পরেই তালা পড়ে মিউজিয়ামে। ওই সময়েই চুরি যায় ছবিটি।

[আরও পড়ুন: বিনাশকালে বুদ্ধিনাশ! CEC বিল নিয়ে বিরোধিতার ঝড় তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর]

শেষ পর্যন্ত শিল্পগোয়েন্দা আর্থার ব্র্যান্ডের সৌজন্যে উদ্ধার হল বহুমূল্য ‘দ্য পার্সোনেজ’। বাজারে আর্থারের একাধিক ইনফর্মার রয়েছে। তেমনই এক অজ্ঞাতনামা সম্প্রতি হাজির হয়েছিল গোয়েন্দার বাড়িতে। থলিতে ভরে কিছু একটা সে আর্থারকে দিয়ে যায়। ময়লা ব্যাগ খুলে চমকে যান আর্থার। শিল্পগোয়েন্দা সহজেই চিনে ফেলেন কী তাঁর ঘরে ফিরেছে। সেটি আসলে সিঙ্গার ল্যারেন মিউজিয়ম থেকে চুরি যাওয়া কিংবদন্তি শিল্পী ভ্যান গঘের ছবি ‘দ্য পার্সোনেজ’। আনন্দে চমকে ওঠেন আর্থার।

[আরও পড়ুন: ছাগল চরানো নিয়ে বিবাদ, দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement