shono
Advertisement

জঙ্গলের রাস্তায় চারচাকা গাড়ির উপরে খেলাচ্ছলে চড়ে বসল হাতি, তারপর?

ভাইরাল হাতির হামলার রুদ্ধশ্বাস ভিডিও।
Posted: 08:58 PM Sep 07, 2022Updated: 08:58 PM Sep 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গল তাদের দুনিয়া। যদিও সেখানেও ঝাঁ চকচকে রাস্তা বানিয়েছে মানুষ। নিয়মিত যাতায়াত করে গাড়ি, কালো ধোঁয়া ছেড়ে ছুটে পালায়। তেমন এক চারচাকা আধুনিক গাড়িতে হামলা চালাল জঙ্গলের (Elephant) হাতি। ভাইরাল হয়েছে সেই ভি়ডিও। যেখানে দেখা গেল, পিঠ চুলকাতেও গাড়িটিকে ব্যবহার করছে ওই হাতিটি! এমনকী গাড়ির উপরে উঠে বসার চেষ্টা করে বিরাট প্রাণীটি। শেষ পর্যন্ত তা সম্ভব না হলেও গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বলা বাহুল্য ভিডিওটি ভয় জাগানো। হাতির হামলার সময় গাড়ির ভেতরে লোক ছিল কিনা? থাকলে তাদের কী হাল? প্রশ্ন উঠছে।

Advertisement

Buitengebieden টুইটারে পোস্ট করেছে হাতির হামলার ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) যা ভাইরাল (Viral) হয়েছে। ভয়ংকর ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলের ভেতরের একটি বড় রাস্তা ডিঙোনোর সময় একটি চারচাকা গাড়িকে নিয়ে একটি হাতি রীতিমতো ছেলেখেলা করছে। প্রথমে সে গাড়িটির সামনের দিকের একটি চাকায় পায়ের চাপ দিয়ে গাড়ির উপরে ওঠার চেষ্টা করে। এরপর গাড়ির সামনের অংশে বিরাট শরীর নিয়ে বসার চেষ্টা করে হাতিটি। ফের সে গাড়ির উপরে চড়ার চেষ্টা করে। এত আয়না, সামনের কাঁচ ভেঙে যায়।

[আরও পড়ুন: মার্সিডিজে চেপে বিপিএল কার্ডে রেশন নিতে এলেন যুবক! বিতর্ক তুঙ্গে]

হাতির এই ভিডিও দেখেই মাথায় হাত পড়েছে নেটিজেনের। তবে ভয় পেলেও মজার প্রতিক্রিয়াতে ভরেছে টুইটারের কমেন্ট বক্স। এক নেটিজেনের মন্তব্য, গাড়িটিকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করেছে হাতিটি। আরেক নেটিজেনের লেখেন, জানি না এই ভিডিও দেখে বিমা কোম্পানির কী প্রতিক্রিয়া হচ্ছে! হাতির ভিডিও ভাইরাল হলেও জানা যায়নি কোথায় এই ঘটনা ঘটেছিল। পাশাপাশি বিরাট প্রাণীটির হামলার সময় গাড়ির ভেতরে কেউ ছিল কিনা, থাকলেও কেউ আহত হয়েছিলেন কিনা, তাও জানা যায়নি। তবে ২.৩ মিলিয়ান ভিউ হয়েছে ভিডিওটি, ৪৬ হাজারের বেশি লাইক পড়েছে।

[আরও পড়ুন: বাবার স্বপ্ন ছিল বিখ্যাত হোক ছেলে, আস্ত হেলিকপ্টার বানিয়ে তাক লাগালেন ফাইভ পাশ যুবকের]

ক’দিন আগে উত্তরবঙ্গের দুই হাতির কাণ্ড ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছিল, বিন্নাগুড়ির সেনা হাসপাতালে ঢুকে পড়েছে দুটি হাতি। বন দপ্তরের আধিকারিক সুশান্ত নন্দী ওই ভিডিও টুইট করেছিলেন। যা পরে শেয়ার করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার