সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বক্সিং ডে টেস্ট। তাই বলে কি ক্রিসমাসের আনন্দে ভাটা পড়তে পারে? উৎসবের মেজাজে পাওয়া গেল বিরাট কোহলিকে। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মেলবোর্নের রাস্তায় ঘোরার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ব্রেকফাস্ট সারতে একটি ক্যাফেতেও খেতে যান তাঁরা। অন্যদিকে পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করলেন অজি ক্রিকেটাররাও।
বর্ডার গাভাসকর ট্রফিতে ফর্মের জোয়ার-ভাটা চলছে বিরাটের ব্যাটে। তবে তিনি যে ঠিক ফর্ম খুঁজে পাবেন, তা নিয়ে নিশ্চিত রোহিত শর্মা। নেটেও নিজেকে নিবিড় অনুশীলনে ডুবিয়ে রেখেছিলেন বিরাট। আবার কখনও উচ্ছ্বসিত সমর্থকদের শান্তও করেছেন। তবে ক্রিসমাসের দিন সকালে তাঁকে পাওয়া গেল ভিন্ন মেজাজে। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি ক্যাফেতে যান বিরাট।
সেখানেই ব্রেকফাস্ট সারেন দুজনে। বিরাটের পরনে ছিল গোলাপী জামা। যদিও ক্যাফের ছবিতে অনুষ্কাকে দেখা যায়নি। ওই ক্যাফের পক্ষ থেকে ইনস্টাগ্রামে বিরাট ও অনুষ্কাকে ধন্যবাদ জানিয়ে ছবি পোস্ট করা হয়। ছুটির দিন সকালে সেলিব্রিটি দম্পতি হঠাৎ এসে হাজির হওয়ায় তারাও চমকে যায়। শেফকে ধন্যবাদ জানাতে বিরাট নিজেই হাজির হন রান্নাঘরে। সবার সঙ্গে ছবিও তোলেন তিনি। অন্যদিকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিরুষ্কার আরও একটি ভিডিও। পায়ে হেঁটে দুজনে ঘুরে দেখছেন মেলবোর্ন শহর। তবে ভিডিওটি যেন তাঁদের অজান্তেই করা হয়েছে।
এমসিজি-তে অনুশীলন শেষে ক্রিসমাস পালন করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। সেখানে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারও। এমসিজি-র সবুজ মাঠে সন্তানদের সঙ্গে খেলায় মেতে ওঠেন ট্র্যাভিস হেড, জস ইংলিশ, মিচেল মার্শ। সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে তাঁদের ছবি।