shono
Advertisement

হারলেও দুরন্ত পারফরম্যান্স, বাংলাদেশের মেহেদি হাসানকে উপহার দিলেন কোহলি

পাঁচ উইকেট তুলে নিয়ে কোহলিদের প্রায় হারিয়ে দিচ্ছিলেন মেহেদি।
Posted: 07:36 PM Dec 25, 2022Updated: 07:36 PM Dec 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৬৩ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েও দেশকে জেতাতে পারেননি মেহেদি হাসান মিরাজ। কিন্তু খেলাশেষের বিষণ্ণ মুহূর্তেও স্মরণীয় এক অভিজ্ঞতার শরিক হলেন ডানহাতি এই অফস্পিনার। তাঁর অসাধারণ পারফরম্যান্সের ‘পুরস্কার’স্বরূপ তাঁকে নিজের ওডিআই জার্সি উপহার দিলেন স্বয়ং ‘কিং’ কোহলি (Virat Kohli)। বিরাটের থেকে এমন উৎসাহ পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত বাংলাদেশের (Bangladesh) তারকা বোলার মেহেদি হাসান।

Advertisement

রবিবার অর্থাৎ মীরপুর টেস্টের চতুর্থ দিন খেলতে নামার আগে ভারতের স্কোর ছিল ৪ উইকেটের বিনিময়ে ৪৫ রান। জয়ের জন্য দরকার ছিল আরও ১০০ রান। বাংলাদেশ স্পিনারদের ঘূর্ণিঝড় সামলে এই লক্ষ্যে পৌঁছানোটা যে খুব একটা সহজ কাজ হবে না, সেটা শনিবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবারের জন্য টেস্ট হারার আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে এদিন সকালে খেলা শুরু হওয়ার পরই। আগের দিনের অপরাজিত ব্যাটার জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) শাকিবের বলে ফিরে যান সাতসকালেই। এরপরই ভারতকে ধাক্কা দেন মেহেদি। ফেরান ঋষভ পন্থকে। নিজের পরের ওভারে তিনি বোল্ড করে দেন অক্ষর প্যাটেলকেও। ভারত মাত্র ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে।

[আরও পড়ুন: সততা নিয়ে প্রশ্ন, বাধ্যতামূলক অবসরে পাঠানো হল ১০ শীর্ষ টেলিকম কর্তাকে]

এরপর অবশ্য খেলা ধরে নেন শ্রেয়স আয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। তাঁরাই জিতিয়ে দেন ভারতকে। কিন্তু মেহেদির খেলার প্রশংসা সকলেরই মুখে। তিনি আগের দিন ফিরিয়ে দিয়েছিলেন শুভমান গিল, চেতেশ্বর পূজারা ও খোদ কোহলিকেও। মূলত তাঁর বোলিংয়ের দাপটেই বাংলাদেশের কাছে প্রথমবার টেস্ট খেলায় পরাজয়ের স্বাদ পেতে চলেছিলেন কোহলিরা।

আর সেই কারণেই মেহেদিকে স্বীকৃতি দিতে কার্পণ্য করেননি কোহলি। তাঁর হাতে তুলে দিয়েছেন নিজের জার্সি। প্রসঙ্গত, বিরাটের নিজের ফর্ম কিন্তু ভাল নেই। সুদীর্ঘ খরা কাটিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফের রানে ফিরলেও খেলার দীর্ঘতম ফর্ম্যাটে এখনও কথা বলছে না কোহলির ব্যাট। গত ১০ ইনিংসে একটি অর্ধশতরানও করতে পারেননি তিনি। সর্বোচ্চ মাত্র ৪৫। এই টেস্টেও করেছেন ২৪ ও ১। কিন্তু এহেন ব্যর্থতার মধ্যেই বিপক্ষের সেরা বোলারকে উৎসাহ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বক্রিকেটের ‘কিং’।

[আরও পড়ুন: ডোপিং বিধি ভাঙার শাস্তি, দু’বছরের নির্বাসনে বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement