shono
Advertisement

U-19 World Cup: স্বপ্নপূরণের মাঝে কেবল ইংল্যান্ড, ফাইনালের আগে ধুলদের কী টিপস দিলেন বিরাট?

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধে নামবে যশ ধুলের টিম।
Posted: 10:56 AM Feb 04, 2022Updated: 11:16 AM Feb 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U-19 World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল জিতে ওঠার চব্বিশ ঘণ্টার মধ্যে এরকম কিছু ঘটতে পারে সেটা বোধহয় ভাবতেও পারেননি ভারতীয় ক্রিকেটাররা। কৌশল তাম্বেদের ইনস্টাগ্রাম স্টোরিস দেখেই বোঝা যাচ্ছিল, কতটা আপ্লুত তাঁরা।

Advertisement

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধে নামবে যশ ধুলের (Yash Dhull) টিম। তার আগে ক্রিকেটারদের সঙ্গে অনলাইন সেশন করলেন স্বয়ং বিরাট কোহলি (Virat Kohli)। ১৪ বছর আগে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। তারপর বিরাট-উত্থানের কাহিনিটা সবার জানা। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্যে বিরাট থাকবেন। ভারতের অন্যতম সফল অধিনায়ক। ফাইনালের আগে বিরাটের ক্লাস, ভারতের ছোটদের যে বাড়তি উজ্জীবিত করবে, বলে দেওয়াই যায়।

[আরও পড়ুন:রনজি খেলে নিজেদের প্রমাণ করো, পূজারা-রাহানেদের বলে দিলেন সৌরভ]

বিরাট এখন আমেদাবাদে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলবেন। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বোর্ড সচিব জয় শাহ কিংবা এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের তরফ থেকে সম্ভবত কোহলির কাছে অনুরোধ গিয়েছিল। প্রাক্তন ভারত অধিনায়কও অনলাইনে বেশ খানিকক্ষণ কথাওবলেন ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের। ছিলেন কোচ হৃষিকেশ কানিতকারও।

স্পিনার কৌশন তাম্বে লিখলেন, ‘ফাইনালের আগে সর্বকালের অন্যতম একজন সেরার থেকে মূল্যবান টিপস পেলাম।’ পেসার অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকার আবার লিখেছেন, ‘বিরাট-ভাইয়া, তোমার সঙ্গে কথা বলে দারুণ লাগল। জীবন আর ক্রিকেট সম্পর্কিত অনেক কিছু ব্যাপার শিখলাম, যা ভবিষ্যতে অনেক কাজে লাগবে।’ এমনিতেই কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে প্রতিপক্ষ উড়িয়ে দিয়ে রীতিমতো ফুটছে টিম ইন্ডিয়া। আর ফাইনালের আগে বিরাটের টিপস ক্রিকেটারদের যে আরও মোটিভেট করবে, তা বলাই যায়।

[আরও পড়ুন: লম্বা চুল, হাতে রক্তমাখা অস্ত্র! নতুন অবতারে ধোনিকে দেখে জোর চর্চা নেটপাড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement