সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ইতিমধ্যেই আমেরিকায় প্র্যাকটিসে নেমে পড়েছেন রোহিত-হার্দিকরা। আইপিএলের প্লে অফে ওঠা দলগুলির মধ্যে রিঙ্কু, চাহালরাও যোগ দিয়েছেন মূল দলের সঙ্গে। এবার টিম ইন্ডিয়ায় যোগ দিলেন বিরাট কোহলিও (Virat Kohli)।
এতদিন তাঁকে নিয়ে ধোঁয়াশা ছিল ক্রিকেট ভক্তদের মনে। ২২ মে আইপিএল ইলিমিনেটারে মাঠে নেমেছিলেন বিরাট। তার পর স্ত্রী অনুষ্কা শর্মা ও জাহির খানের সঙ্গে মুম্বইয়ে নৈশভোজেও দেখা যায় তাঁকে। কিন্তু আমেরিকাগামী বিমানে সতীর্থদের সঙ্গে চাপেননি কিং কোহলি। তবে জল্পনা ছিল শুক্রবার তিনি বিশ্বকাপ অভিযানে রওনা দেবেন। সেটা সত্যি করেই দলের সঙ্গে যোগ দিলেন ভারতীয় ব্যাটার।
[আরও পড়ুন: ‘দলে যত তারকাই থাক…’ ভারতের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে সতর্কবার্তা প্রাক্তন তারকার]
বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে সে বিষয়ে জানিয়েছে। জানা গিয়েছে, "দীর্ঘ বিমানযাত্রার পর বিরাট হোটেলে ঢুকেছে। তবে ও এখন বিশ্রাম নিচ্ছে।" এতদিন টিমের সঙ্গে না থাকলেও আয়ারল্যান্ড ম্যাচের আগে তিনটি ট্রেনিং সেশন পাবেন তিনি। যদিও ভক্তদের চিন্তা অন্য বিষয় নিয়ে। ১ জুন বাংলাদেশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু বিরাট কি খেলবেন সেই ম্যাচে? এখনও তার কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে তাঁর সেই সম্ভাবনা খুবই কম।
[আরও পড়ুন: ডেথ ওভারে কাকে বল দেবেন রোহিত? বিশ্বকাপের আগে পরামর্শ বিশ্বজয়ী প্রাক্তনের]
আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন আরসিবি তারকা। ১৫ ম্যাচে ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপও পান। আয়ারল্যান্ড ম্যাচের পর ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে মহারণ। শুধু সেই ম্যাচ নয়, বিশ্বকাপ জিততে তাঁর চওড়া ব্যাটে ভরসা রাখবে 'মেন ইন ব্লু'।