সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের আত্মসম্মান বাঁচাতে খেলেছে আরসিবি, আইপিএল অভিযান শেষ হওয়ার পরে এই কথা বললেন বিরাট কোহলি। তবে দল যেভাবে খেলেছে তাতে তিনি গর্বিত। টানা ব্যর্থতার মধ্যেও ভক্তরা যেভাবে সমর্থন করেছেন সেজন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন বিরাট।
বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল (IPL 2024) অভিযান শেষ করেছে আরসিবি। স্বভাবতই হতাশ হয়ে ড্রেসিংরুমে ফেরেন ফ্যাফ ডু'প্লেসিসরা। আইপিএল অভিযান শেষ হতে অবসর নিয়ে ফেলেন দীনেশ কার্তিক। তবে ভেঙে পড়া ক্রিকেটারদের উদবুদ্ধ করতে বিশেষ বার্তা দেন বিরাট। দুমাস ধরে টুর্নামেন্টে দল হিসাবে আরসিবি (RCB) যথেষ্ট ভালো খেলেছে বলেই মনে করছেন কিং কোহলি।
[আরও পড়ুন: বিষণ্ণ মনে বিদায়, আইপিএল থেকে অবসর কার্তিকের! গার্ড অফ অনার দিলেন সতীর্থরা]
ড্রেসিংরুমে ফিরে বিরাট (Virat Kohli ) বলেন, "টুর্নামেন্টের প্রথম দিকে আরসিবির পারফরম্যান্স খুবই খারাপ ছিল। ক্রিকেটার হিসাবে যতটা ভালো খেলা উচিত ছিল, কেউই সেই সেরা ফর্মের ধারেকাছে যেতে পারছিল না। কিন্তু একটা সময়ের পর থেকে আমরা নিজেদের আত্মসম্মানের জন্য খেলতে শুরু করি। তখন থেকেই আত্মবিশ্বাস ফিরে আসে গোটা দলের মধ্যে।"
চলতি আইপিএলে আরসিবির অভিযান একেবারে রূপকথার মতো। বিরাটের মতে, হৃদয় দিয়ে খেলেছেন দলের প্রত্যেক ক্রিকেটার। সেই জন্যই আইপিএলের ছবিটাই একেবারে পালটে দিয়েছিল আরসিবি। যেভাবে গোটা দল খেলতে চেয়েছিল ঠিক সেভাবেই খেলেছে বলে মনে করেন বিরাট। আজীবন এই ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা মনে রাখবেন বলেই ড্রেসিংরুমে জানান তিনি। কঠিন সময়ে দলের পাশে থাকার জন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন বিরাট।