সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্টে তাঁর অনুপস্থিতি নিয়ে হাজারো প্রশ্ন উঠেছিল ক্রিকেটমহলে। সন্তানের জন্মের কারণে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু আইপিএলের (IPL) মঞ্চে ফিরেই স্বমেজাজে ধরা দিলেন আরসিবির প্রাক্তন ক্যাপ্টেন। এমএস ধোনির (MSD) ঘরের মাঠে নয়া রের্কডের মালিক হলেন কিং কোহলি।
শুক্রবার মহাসমারোহে চেন্নাইয়ের (Chennai) চিপক স্টেডিয়ামে শুরু হয়ে গেল ১৭ তম আইপিএল। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরই মাঠে নামে দুই দল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি নেতা ফ্যাফ ডু প্লেসিস। আর ব্যাট হাতে নেমেই নজির গড়লেন আইপিএলের ইতিহাসের অন্যতম উজ্জ্বল তারকা কোহলি। প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টির ইতিহাসে ১২ হাজার রানের মালিক হলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
[আরও পড়ুন : আইপিএলের বোধনে ভারতের জয়গান, দেশাত্মবোধে মঞ্চ মাতালেন সোনু-রহমান-অক্ষয়]
এই ম্যাচে ৮ বলে ৬ রান করে ১২ হাজার রানের রেকর্ড তৈরি করলেন কিং কোহলি। ৩৭৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই রেকর্ড তৈরি করলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষবার মাঠে দেখা গিয়েছিল বিরাটকে। তার পর আইপিএলে। মাঠে নেমেই নতুন রেকর্ড তাঁর। ব্যাটারদের তালিকায় ষষ্ঠ নম্বরে পৌঁছে গেলেন কোহলি। তাঁর আগে ছোট ফরম্যাটের ১২ হাজার রান করেছেন ক্য়ারিবিয়ান তারকা ক্রিস গেইল, কায়রন পোলার্ড, পাকিস্তানের শোয়েব মালিক, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
বিশ্বের দ্বিতীয় দ্রুত ব্যাটার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন কোহলি। এই তালিকায় তাঁর আগে রয়েছেন আইপিএলে তাঁরই এককালের সতীর্থ গেইল।