সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) খেলেছিলেন পিতা-পুত্রের বিরুদ্ধে। এবার বিরাট কোহলি (Virat Kohli) সেই একই কৃতিত্বের অধিকারী হতে চলেছেন।
১২ জুলাই ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই টেস্টে কোহলি খেলবেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে ত্যাগনারায়ণের (Tagenarine Chanderpaul)বিরুদ্ধে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টেস্টে অভিষেক হয়েছিল কোহলির। সেই সময়ে শিবনারায়ণ চন্দ্রপল মধ্যগগনে। ভারতীয় বোলারদের কাছে দুঃস্বপ্ন-সম ছিলেন চন্দ্রপল।
১২ বছর দীর্ঘ সময়। শিবনারায়ণ চন্দ্রপল অবসর নিয়ে ফেলেছেন। তাঁর ছেলে ত্যাগনারায়ণ উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করেন তিনি। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছেন ত্যাগনারায়ণ। ৪৫৩ রান করেছেন তিনি। ত্যাগনারায়ণের গড় প্রায় ৪৫.৩০।
[আরও পড়ুন: রাহানেকে প্রশ্নবাণ সাংবাদিক রোহিতের, কী কথা হল দুই তারকার?]
কোহলির আগে বাবা-ছেলের বিরুদ্ধে খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। ১৯৯২ সালের অস্ট্রেলিয়া সফরে গিয়ে জিওফ্রে মার্শের বিরুদ্ধে খেলেছিলেন শচীন। জিওফ্রে মার্শের ছেলে শন মার্শের বিরুদ্ধেও মুম্বইকর খেলেছিলেন ২০১১-১২ ক্রিকেট মরশুমে।
অনুশীলনে তুলির শেষ টান দিচ্ছে দুই দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ব্যর্থতা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর ভারতীয় দল।