সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্যাপিটালসকে (DC) দুরমুশ করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দিল্লি-কলকাতা ম্যাচ দেখার পরে দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) জানিয়েছেন, প্রথম থেকেই জানা গিয়েছিল ম্যাচটা হারবে দিল্লি ক্যাপিটালস।
ঋষভ পন্থের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বীরু। দিল্লি অধিনায়কের নেতৃত্ব নিয়েও ক্ষুব্ধ শেহওয়াগ। নাইটদের বিরুদ্ধে ২৫ বলে ৫৫ রান করেন পন্থ। তবুও জেতাতে পারেননি দলকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও ৩২ বলে ৫১ রান করেন তিনি।
[আরও পড়ুন: খারাপ সময় চলছে আরসিবির, জয়ের রাস্তায় ফিরতে কোহলিকে বিরাট পরামর্শ ডিভিলিয়ার্সের]
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শেহওয়াগ বলেন, ''পন্থের ইনিংসটা খুবই ভালো। এভাবে উইকেট ছুড়ে দেওয়াটা মোটেও সমর্থনযোগ্য নয়। আরও কিছুক্ষণ উইকেটে টিকে থাকা উচিত ছিল। ১১০ বা ১২০ রানে অপরাজিত থাকা যেত।''
বুধবার শুরু থেকেই আক্রমণের রাস্তা নিয়েছিলেন সুনীল নারিন। কেকেআর পাহাড়প্রমাণ রান করে। বীরু বলেন, ''প্রথম ওভার থেকেই বোঝা গিয়েছিল ম্যাচটা হারতে হবে।'' ফলে পন্থকে বীরুর পরামর্শ, আরও কিছুক্ষণ ক্রিজে টিকে থেকে ব্যাট করতেই পারত পন্থ। প্রত্যাবর্তনের পন্থ আইপিএলে রান পেয়েছেন ঠিকই কিন্তু তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে দিল্লি ক্যাপিটালস।
[আরও পড়ুন: ঋষভের লড়াকু ইনিংসকে কুর্নিশ! ভালোবাসা ছড়িয়ে মন জিতছেন শাহরুখ]