সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) হামলা চালায় প্যালেস্টাইনের (Palestine) জঙ্গি গোষ্ঠী হামাস। যার পর অব্যাহত ইজরায়েল-হামাস যুদ্ধ। এবার কেরলে (Kerala) একটি প্রকাশ্যে সভায় হামাসের অন্যতম নেতা ভারচুয়াল মাধ্যমে ভাষণ দিলেন। শনিবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এমনকী সেই ভাষণের ভিডিও (সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওর সত্যতা যাচাই করেনি) ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গেরুয়া শিবির। আইনশৃঙ্খলার প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেরল পুলিশকে একহাত নিয়েছেন বিজেপি নেতারা।
গত শুক্রবার মালাপ্পুরমে জামাত-ই-ইসলামির যুব সংগঠন সলিডারিটি ইউথ মুভমেন্টের একটি সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ, ওই সভায় অসংখ্য যুবকের উপস্থিতিতে ভারচুয়াল মাধ্যমে ভাষণ দেন হামাস নেতা খালেদ মাশেল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চের টানানো ব্যানারেও খালেদের ছবি। এর পর জঙ্গি নেতাকে ভাষণ দিতেও দেখা যায়। এই ঘটনায় কেরল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন।
[আরও পড়ুন: পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?]
সুরেন্দ্রন বলেন, “মালাপ্পুরমে সলিডারিটি ইভেন্টে হামাস নেতা খালেদ মাশেলের ভারচুয়াল ভাষণ উদ্বেগজনক। পিনারাই বিজয়নের পুলিশ কোথায়? ‘সেভ প্যালেস্টাইন’-এর আড়ালে তারা সন্ত্রাসী সংগঠন হামাস এবং তাদের নেতাদের ‘যোদ্ধা’ বলে মহিমান্বিত করছে। এটা গ্রহণযোগ্য নয়!” এর আগে কংগ্রেস নেতা শশি থারুরের সমালোচনা করেন বিজেপি প্রধান। প্যালেস্টাইের সমর্থনে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সভায় উপস্থিত ছিলেন থারুর। গেরুয়া শিবিরের দাবি, ওই সভা আদতে হামাসকে সমর্থন করেছে। হামাস নেতার ভাষণ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি কেরল সরকার বা পুলিশ।