shono
Advertisement

গোধরা নিয়ে BJP-কে খোঁচা মমতার! পালটা ‘খিলাফৎ ভোট ব্যাংকে’র কথা বিবেকের মুখে

'২০২৪ সালের ভোট নিয়ে মমতাকে ভয়ংকর কটাক্ষ পরিচালকের।
Posted: 02:04 PM Jun 05, 2023Updated: 02:04 PM Jun 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মাসখানেক ধরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বিবেক অগ্নিহোত্রী। স্বঘোষিত গেরুয়াপন্থী পরিচালককে মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক ইস্যুতে ফোড়ণ দিতে দেখা যায়। এবার ওড়িশা ট্রেন দুর্ঘটনা নিয়ে বিজেপিকে ‘গোধরা’ প্রসঙ্গ টেনে খোঁচা দিতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন বিবেক অগ্নিহোত্রী।

Advertisement

রবিবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০০২ সালের গোধরা ট্রেনে আগুন লাগার প্রসঙ্গ উল্লেখ করেন। বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা ইতিহাস পরিবর্তন করতে পারে, তারা যে কোনও সংখ্যাও বদলে দিতে পারে। ২০০২ সালে গোধরায় ট্রেনে আগুল লাগল কীভাবে? কত মানুষ মারা গিয়েছিল। অন্ততপক্ষে ওদের কারও একটা ক্ষমা চাওয়া উচিত ছিল। সেটা না করে মানুষের পাসে না দাঁড়িয়ে আমাকে লালুজিকে আর নীতিশজিকে গালাগালি করেছিল ওরা।”

[আরও পড়ুন: প্রয়াত গুফি পেন্টাল, চিরঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’]

সংবাদসংস্থা ANI-এর সেই ভিডিও টুইট করে মমতাকে পালটা কটাক্ষ করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর মন্তব্য, “এবার গোধরা প্রসঙ্গ টেনে খিলাফৎ ভোট ব্যাংককে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে। ২০২৪ সালের নির্বাচন যত ঘনিয়ে আসবে, এসব কথা আরও বাড়বে। ২০২৪ সালে সবথেকে ভয়ংকর সাম্প্রদায়িক নির্বাচন হতে চলেছে। ভবিষ্যদ্বাণী করে রাখলাম।”

[আরও পড়ুন: ফিল্মফেয়ার ট্রফি হয়েছে বাথরুমের দরজার হ্যান্ডেল! ফের বিতর্কিত মন্তব্য নাসিরউদ্দিনের]

প্রসঙ্গত, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় হতাহতের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে রেলমন্ত্রকের তরফে। সেই বিষয় নিয়েও মোদি সরকারের রেলমন্ত্রককে কটাক্ষ করেন মমতা। বলেন, “কীভাবে রেল মন্ত্রকের দেওয়া তথ্য আলাদা হয়? সকাল থেকে সন্ধের মধ্যে পরিসংখ্যান বদলে যাচ্ছে। ডাল মে কুছ কালা হ্যায়।..”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement