shono
Advertisement

অভিনয় করতেন প্রেসিডেন্টের চরিত্রে, এবার নিজেই রাষ্ট্রনায়কের কুরসিতে কমেডিয়ান

জটিল রাজনৈতিক পরিস্থিতিতে অভিনেতার উপরই ভরসা রাখল ইউক্রেনবাসী। The post অভিনয় করতেন প্রেসিডেন্টের চরিত্রে, এবার নিজেই রাষ্ট্রনায়কের কুরসিতে কমেডিয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM Apr 22, 2019Updated: 07:55 PM Apr 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের রঙ্গমঞ্চ থেকে বাস্তবের পর্দায়। যেন স্বপ্ন সত্যি হওয়ার গল্প বাস্তবে উপভোগ করলেন ইউক্রেনের হবু প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। কয়েকমাস আগেও ‘কমেডিয়ান’ হিসেবে ভোলোদিমির জেলেনস্কিকে চিনত গোটা ইউক্রেন। তাঁর কাজ ছিল প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করে দর্শকদের আনন্দ দেওয়া। লোক হাসিয়েই আনন্দ পেতেন এই কৌতুক অভিনেতা। তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি, একদিন সত্যি সত্যিই প্রেসিডেন্টের কুরসিতে বসার সুযোগ পাবেন। জেলেনস্কি না ভাবলে কী হবে, বাস্তবে এবার সেটাই হতে চলেছে।

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কায় বিস্ফোরণে নিহত ১৩৮ মিলিয়ন! ট্রাম্পের টুইটে তুঙ্গে বিতর্ক]

কৌতুক মঞ্চে শুধু নয় এবার বাস্তবেও ইউক্রেনের প্রেসিডেন্ট হচ্ছেন ভোলোদিমির জেলেনস্কি। সার্ভেন্ট অব দ্য পিপল, নামের হাস্যরসাত্মক একটি টিভি শো’তে প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন জেলেনস্কি। সেখানে দেখা গিছে, দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর এক নাগরিক দেশের সর্বোচ্চ পদে বসেছেন। সেই গল্পই যেন সত্যি হচ্ছে। রবিবার ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ভোলোদিমির ৭৬ শতাংশের বেশি ভোট পেয়ে গিয়েছেন। বিদায়ী প্রেসিডেন্ট পেট্রো পেরোশচেঙ্কো পেয়েছেন মাত্র ২৪ শতাংশ ভোট। মার্চের শেষ সপ্তাহে ইউক্রেনে মোট ৩৯ জন প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়। এতে কেউই এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী জেলেনস্কি ও পেট্রোকে নিয়ে রবিবার চূড়ান্ত ভোটাভুটি হয়। আর তাতেই জয়জয়কার কৌতুকাভিনেতার।

[আরও পড়ুন: প্রাণ বাঁচাল দাঁতের ব্যথা! ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মহিলা]

জেলেনস্কির এই জয় একদিকে যেমন ইউক্রেনবাসীকে আমোদিত করছে, অন্যদিকে আবার আশঙ্কিতও করছে। পুরোদস্তুর অভিনেতা জেলেনস্কি কি আদৌ দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন? একদিকে অন্তর্দ্বন্দ্ব, দেশের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিদ্রোহ অন্যদিকে মস্কো থেকে পুতিনের রক্তচক্ষু। এসব সামলাতে পারবেন তো জেলেনস্কি। আশঙ্কায় ভুগছেন ইউক্রেনবাসীর একাংশ। আবার, জেলেনস্কির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়ে রসিকতাও কম হচ্ছে না নেটদুনিয়ায়।

The post অভিনয় করতেন প্রেসিডেন্টের চরিত্রে, এবার নিজেই রাষ্ট্রনায়কের কুরসিতে কমেডিয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement