shono
Advertisement

ভোট শুরুতেই দুঃসংবাদ, ডায়মন্ড হারবারে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির

ডায়মন্ড হারবারের রানিয়া কাষ্ঠাপাড়া স্কুলের ২০৭ নম্বর বুথে ঘটে এই ঘটনা। The post ভোট শুরুতেই দুঃসংবাদ, ডায়মন্ড হারবারে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির appeared first on Sangbad Pratidin.
Posted: 10:02 AM May 19, 2019Updated: 10:07 AM May 19, 2019

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: লোকসভা নির্বাচনের শেষ তথা সপ্তম দফা ভোট আজ।ভোটগ্রহণ চলছে এরাজ্যের ৯টি কেন্দ্রে৷ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে সকাল সকালই নির্ধারিত বুথে পৌঁছে গিয়েছেন ভোটাররা। এর মাঝেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ভোটের লাইনে দাঁড়িয়ে  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন এক ভোটারের। ডায়মন্ড হারবারের রানিয়া কাষ্ঠাপাড়া স্কুলের ২০৭ নম্বর বুথে ঘটে এই ঘটনাটি ঘটেছে৷

Advertisement

[আরও পড়ুন : তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ ভাটপাড়া, এলাকায় বিশাল পুলিশ বাহিনী ]

জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম অধীর মন্ডল। বয়স ৪৩। সূত্রের খবর, এদিন সকাল বেলাই ভোট দিয়ে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে যান অধীর। যদিও, পরিবারের কেউ সঙ্গে ছিলেন না তাঁর সঙ্গে। একাই এসেছিলেন ভোট দিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে দাঁড়িয়ে থাকার সময়েই হঠাৎ মাটিতে পড়ে যান অধীর। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বলে অনুমান প্রাথমিক পর্যায়ে। ভোটারের মৃত্যুকে ঘিরে স্বাভাবিক ভাবেই ক্ষণিকের জন্য চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট ওই বুথে। তবে নির্বাচনী প্রক্রিয়া তাতে বিশেষ ব্যাহত হয়নি৷ কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের রানিয়া কাষ্ঠাপাড়া স্কুলের ২০৭ নম্বর বুথ।প্রসঙ্গত, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোট লড়ছেন অভিষেক বন্দ্যেপাধ্যায়, গেরুয়া শিবিরের তরফে প্রার্থী রয়েছেন নীলাঞ্জন রায়। অন্যদিকে, ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম।

[আরও পড়ুন : নির্বাচনের আগেই ডায়মন্ড হারবারে গ্রেপ্তার দুই বিজেপি নেতা, এলাকায় চাপা উত্তেজনা]

ভোটারের মৃত্যুর কারণ হিসেবে অনেকে আবার আবহাওয়াকেও দুষেছেন।সকাল থাকতেই সূর্যের প্রখর তেজে এই প্রচণ্ড গরমে বাড়ির বাইরে পা রাখাই দায় হয়ে দাঁড়িয়েছে। তবে, রোদ-গরমকে উপেক্ষা করেই সাধারণ মানুষ পৌঁচে গিয়েছেন সপ্তম দফা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে। অনেকের মতে, এই প্রচণ্ড গরম সহ্য করতে না পেরেই হয়তো হৃদরোগে আক্রান্ত হয় অধীর মন্ডল নামে ওই ব্যক্তি। এমনটাই মনে করছেন অনেকে। 

রাজ্যের ৪২ আসনের সম্ভাব্য ফলাফলের আভাস পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষায়৷ চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক পেজে, আজ সন্ধে ৭টায়৷

The post ভোট শুরুতেই দুঃসংবাদ, ডায়মন্ড হারবারে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement