shono
Advertisement

ধূসর জীবনে মানুষের মধ্যেই রং খুঁজছেন সর্বকনিষ্ঠ তৃণমূল প্রার্থী রূপালি

স্বামীর মৃত্যুর পর উৎসবে রঙের ছিঁটেফোঁটাও নেই৷ The post ধূসর জীবনে মানুষের মধ্যেই রং খুঁজছেন সর্বকনিষ্ঠ তৃণমূল প্রার্থী রূপালি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:09 PM Mar 21, 2019Updated: 01:21 PM Mar 21, 2019

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: রঙের উৎসব চারপাশে৷ কিন্তু তাঁর জীবন অকস্মাৎ রং হারিয়েছে৷ ‘শোলে’ ছবিতে যেমন গব্বর সিং-এর গুলিতে বিয়ের কয়েকমাস পরেই বেরঙিন হয়ে গিয়েছিল রাধার জীবন, বাস্তবে তেমনই ঘটেছে রূপালির৷ রূপালি বিশ্বাস৷ লোকসভা ভোটে রানাঘাটের তৃণমূল প্রার্থী, সংসদে যাওয়ার লড়াইয়ে সর্বকনিষ্ঠ৷ বাস্তবের অভিঘাতে প্রকৃত অর্থেই বেরঙিন হয়ে গিয়েছে রূপালির জীবন৷

Advertisement

নগর পরিক্রমা, নাচগানে দোল উৎসবে মাতল আনন্দধাম নবদ্বীপ

বিয়ের মাত্র দেড় বছরের মাথায় গুলিতে তাঁর বিধায়ক স্বামী  খুন হয়েছেন৷ তারপর থেকে জীবনের সব রং মুছে গিয়েছে৷ তাই দোল উৎসব আজ তাঁর কাছে গুরুত্বহীন৷ একটিই রং আজীবন তাঁর মনপ্রাণ জুড়ে ছিল, সিঁথির লাল রংটি৷ কিন্তু একটা গুলি, তাঁর জীবন থেকে কেড়ে নিয়েছে তাও৷ বরং  গুলিবিদ্ধ স্বামীর রক্তেভেজা নিথর শরীরটা  এখনও যেন তাঁর চোখে ভাসে৷ তবে, তার এই রংহীন  জীবনে দুঃখের ভার কিছুটা লাঘব করার পথ খুঁজে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়l  মানুষের সঙ্গে মিশলে, কথা বললে ব্যক্তিগত কষ্ট খানিকটা হয়তো ভাগ করে নেওয়া যাবে৷ তাই তাঁকে লড়াইয়ে নামিয়েছেন৷ জীবনের আরেকটি দিক দেখিয়ে দিয়েছেন৷

স্বামীহারা জীবন নতুন করে শুরু করেছেন রূপালি৷ রানাঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে লোকসভা ভোটের  আগে দলের নেতানেত্রীদের কথামতো তিনি যাচ্ছেন প্রচারে৷ জড়তা কাটানোর চেষ্টায় মাইক্রোফোন শক্ত হাতে ধরে বলছেন দু,চার কথাও৷ আবার কারও কাছে স্বামীর কথা শুনলে ভিজে উঠছে চোখের কোণ৷ কোলের  ছোট্ট ছেলেকে আঁকড়ে ধরে সাময়িকভাবে ভুলে থাকতে চাইছেন দুঃখ৷ আর পাশে পেতে চাইছেন রানাঘাটবাসীকে৷ রূপালি এখন মানুষের কাজ করার জন্য অনেকটাই তৈরি করে ফেলেছেন মনকে৷ বলছেন, ‘আমার স্বামীকে সবাই ভালবাসতেন৷ মানুষের ভালবাসা আমিও পাচ্ছি৷ সবার আশীর্বাদ চাইছি৷ আমাকে মানুষ যদি জেতান, আমি আমার স্বামীর  ফেলে রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করব৷’

পাড়ার আড্ডায় বচসা, বন্ধুর হাতে খুন যুবক

সকাল থেকে রাত, প্রায় সারাটা দিনই ব্যস্ত থাকতে হচ্ছে৷  রূপালির পাশে বেশিরভাগ সময়েই থাকছেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু এবং মন্ত্রী রত্না ঘোষ কর। হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছেন রাজনীতির অ-আ-ক-খ৷ শিখিয়ে দিচ্ছেন, মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার খুঁটিনাটিl  মনের জোর বাড়িয়ে দিচ্ছেন৷ অবশ্য স্বামীর কাছে রূপালি শিখেছিলেন, জনসংযোগ কীভাবে তৈরি করতে হয়৷ এখন সেসব কাজে লাগছে৷ বড়দের কথা শুনে সবই করছেন৷ তবে একটু যেন উদাসীন৷ ঠিক যেন নিজের মধ্যে নেই৷ বিশেষত রঙের উৎসবে তাঁকে যেন বড় বেশি করে ঘিরে রেখেছে একরাশ ধূসরতা, বিষণ্ণতা৷ তাই মানুষের সঙ্গে থেকে, মানুষের জন্য কাজ করে রূপালি কিছুটা রং খুঁজে নিতে চাইছেন৷

ছবি: সুজিত মণ্ডল

The post ধূসর জীবনে মানুষের মধ্যেই রং খুঁজছেন সর্বকনিষ্ঠ তৃণমূল প্রার্থী রূপালি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement