সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবাংশু ডেঁপো! ফের তৃণমূল প্রার্থীকে নিশানা বিজেপির। লকেট চট্টোপাধ্যায়ের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শাসকদলকে 'অসাংস্কৃতিক' বলেও কটাক্ষ করলেন তিনি। একইসঙ্গে 'খেলা হবে' স্লোগানের পালটা ভোটের ময়দানে নতুন স্লোগানের আমদানিও করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ।
মঙ্গলবার তমলুকের প্রচার সভায় কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল প্রার্থী ও দলকে নিশানা করেন। বলেন, "তৃণমূল একটা অসাংস্কৃতিক দল। ওদের কোনও সংস্কৃতি নেই। শুধু খেলা হবে, খেলা হবে করে।" এর পর দেবাংশুর নাম না কটাক্ষ করেন, "এখানে একটা ডেঁপো ছোকরা প্রচার করতে এসেছে। প্রার্থীও হয়েছে। ওকে পালটা দিয়ে দেবেন।" ভোটের ময়দানে নয়া স্লোগান আমদানি করেন অভিজিৎবাবু বলেন, "খেলা হলে, খেলা হবে। ছয় খোল খেয়ে বাড়ি যাবে।"
[আরও পড়ুন: ‘তৃণমূলের নেতাদের হয়ে দালালি!’ পুলিশকে আঙুল উঁচিয়ে হুমকি সৌমিত্রর]
এই মন্তব্যের পালটা দিয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর জবাব, "উনি প্রচার করতে আসার পর থেকে কুকথার ফোয়ারা ছোটাচ্ছেন। পূর্ব মেদিনীপুরের শিক্ষিত মানুষ এসব পছন্দ করেন না। উনি যতবার মুখ খুলবেন তৃণমূলের ১০ হাজার করে ভোট বাড়বে।" 'খেলা হবে'র পালটা স্লোগান নিয়ে দেবাংশু দাবি, "ভোটের দিন খেলা হলে বোঝা যাবে। ৬ গোল নয়। সাত বিধানসভায় ৭ গোল খেয়ে উনি বাড়ি ফিরবেন।" সবমিলিয়ে তমলুকে জমজমাট কথার লড়াই।