shono
Advertisement

শোধনাগারে সংস্কারের জের, উত্তর ও মধ্য কলকাতায় বন্ধ জল সরবরাহ

রবিবার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন মেয়র৷ The post শোধনাগারে সংস্কারের জের, উত্তর ও মধ্য কলকাতায় বন্ধ জল সরবরাহ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:16 PM Sep 22, 2018Updated: 12:16 PM Sep 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাইপলাইনের মেরামত ও ভালভ বদলের কাজ চালার কারণে আজ, শনিবার সকাল থেকে উত্তর ও মধ্য কলকাতার সম্পূর্ণ ও দক্ষিণ কলকাতার আংশিক এলাকায় জল সরবরাহ বন্ধ রাখছে পুরসভা৷ সন্ধ্যার পর থেকে কিছু সমস্যা হলেও রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে শহরবাসীকে আশ্বস্ত করছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

Advertisement

[প্রদেশ কংগ্রেসে ভাঙন রুখতে ‘চ্যালেঞ্জ’ নিলেন ‘ছোড়দা’]

টালা পাম্পিং স্টেশন ও পলতার ইন্ধিরা গান্ধী জল পরিশোধন প্রকল্প থেকে জল সরবরাহকারী পাইপলাইন মেরামত ও ভালভ বদলের কাজ চলার কারণে সাময়িক সমস্যা হতে পারে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুরসভা৷ সংস্কার কাজ চলার কারণে আজ সকাল ১০টার পর থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়৷ ২৩ সেপ্টেম্বর, রবিবার সকাল থেকে ফের পরিস্থিতি স্বাভাবিক হবে৷ পুরসভা সূত্রে জানা গিয়েছে, সংস্কারের জেরে আজ সন্ধ্যায় জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে মহম্মদ আলি পার্ক, আরএসএম স্কোয়ার, অকল্যান্ড স্কোয়ার, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, চালপট্টি, কনভেন্ট পার্ক বুস্টার পাম্পিং স্টেশনে৷ ফলে, গোটা উত্তর ও মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতার ৬৬-৭৪, ৮৩-৮৮, ৯০, ৯১ নম্বর ওয়ার্ড ছাড়াও টালা পাম্পিং স্টেশন থেকে দক্ষিণ দমদম ও বিধাননগর এলাকাতেও জল সরবরাহ বন্ধ থাকবে৷

[নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ওড়িশায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়]

এদিন সংবাদমাধ্যমকে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘আজ সকাল থেকে জল সরবরাহ বন্ধ থাকার কথা থাকলেও সকালে স্বাভাবিক গতিতেই জল দেওয়া হয়েছে৷ ফলে, যাঁরা জল ধরে রাখতে পেরেছেন তাঁদের সমস্যা হওয়ার কথা না৷ সকালে পর্যাপ্ত জল দেওয়া হলেও সন্ধ্যায় একটু সমস্যা হতে পারে৷ আগামিকাল সকাল থেকে সব স্বাভাবিক হয়ে যাবে৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে পাইপলাইন মেরামতি ও ভালভ বদলের কাজ৷’’ পরিষেবা সাময়িক বন্ধ থাকায় পুরনগারিকদের সহযোগিতা করারও বার্তা দেন মেয়র৷   

The post শোধনাগারে সংস্কারের জের, উত্তর ও মধ্য কলকাতায় বন্ধ জল সরবরাহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement