shono
Advertisement

WB Civic Polls 2022: আসানসোলের সবুজ দুর্গে দাঁত ফোটাতে ব্যর্থ বিজেপি, জয় স্রেফ জিতেন ঘনিষ্ঠদের

সবুজ ঝড়ে উড়ে গেল গেরুয়া শিবির।
Posted: 04:57 PM Feb 14, 2022Updated: 06:23 PM Feb 14, 2022

শেখর চন্দ্র, আসানসোল: মাস ঘুরলেই আসানসোলে লোকসভা উপনির্বাচন। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া আসনের জন্য হবে ভোটগ্রহণ। তার আগে পুরভোট ছিল বিজেপির জিতেন্দ্র তিওয়ারির কাছে লিটমাস টেস্ট। সেখানেও কার্যত ধাক্কা খেলেন তিনি। পুরভোটে বিজেপির ঝুলিতে আসা আসনের সংখ্যা দুই অঙ্কও পেরল না। সবুজ ঝড়ে উড়ে গেল গেরুয়া শিবির।

Advertisement

সোমবার প্রকাশিত হয় আসানসোল পুরনিগমের (WB Civic Polls 2022) ফলাফল। ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৯১টি আসনেই জয় পেয়েছে তৃণমূল (TMC)। মাত্র সাতটি আসন এসেছে বিজেপির ঝুলিতে। জামুড়িয়া, রানিগঞ্জে পতন হয়েছে লাল দুর্গের। তাদের ঝুলিতে এসেছে মোটে ২টি আসন। যেখানে ২০১৫ সালের পুরভোটে তারা পেয়েছিল ১৭টি আসন। কংগ্রেস এবং নির্দল তিনটি করে আসনে জয় পেয়েছে। প্রসঙ্গত, ৩১ নম্বর ওয়ার্ডের প্রথম স্থানের জন্য ‘টাই’ হয় তৃণমূল এবং বামেদের মধ্যে। শেষপর্যন্ত লটারির মাধ্যমে জয় পায় তৃণমূল প্রার্থী আশা প্রসাদ।

[আরও পড়ুন: ঘাসফুল ঝড়ে ভেঙে পড়ল ‘অশোক মডেল’, শিলিগুড়ি পুরনিগম দখল তৃণমূলের]

তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা জয় পেয়েছেন বড় ব্যবধানে। জয় পেয়েছেন তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতা অশোক রুদ্র, উজ্বল চট্টোপাধ্যায়, অমরনাথ চট্টোপাধ্যায়রা। এদিকে বিজেপির প্রাক্তন কাউন্সিলররা হেরেছেন পুরভোটে। বদলে চমক দিয়ে নিজেদের আসন জিতে নিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠরা। ২৭ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন জিতেন তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। ভোট শতাংশের নিরিখেও আসানসোল পুরনিগমের দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। এদিকে গতবার জেতা আসনগুলো ধরে রাখতে পারেনি কংগ্রেসও। তবে সংখ্যালঘু অধ্যুষিত উত্তর আসানসোলের রেললাইনের ধারের ৪টি ওয়ার্ডের মধ্যে দু’টি জিতে নিয়েছে তাঁরা। বাকি দু’টি পেয়েছে বিজেপি।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তা নিয়ে কম টানাপোড়েন হয়নি। কিন্তু বিধানসভা ভোটে জিততে পারেননি তিনি। উলটোদিকে বিজেপি ছেড়েছেন সাংসদ বাবুল সুপ্রিয়। যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে আসানসোলের অনেক সমীকরণ ঘেঁটে গিয়েছে। লোকসভা উপনির্বাচনের আগে পুরভোটে সবুজ ঝড় তৃণমূলকে আরও আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: টিটাগড়ে বোমা বিস্ফোরণে জখম শিশুর প্রাণহানি, ‘দোষীরা শাস্তি পাবেই’, আশ্বাস বিধায়ক রাজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার