নব্যেন্দু হাজরা: বিধানসভা ভোটে রাজ্যে পদ্ম ফুটতে দেননি তিনি। এবার বাংলা গানেও ‘পদ্ম’ ফুটতে দিলেন না মুখ্যমন্ত্রী। অ্য়ালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানে খালি গলায় জনপ্রিয় এক বাংলা গান গাইলেন মমতা। কিন্তু বদলে দিলেন সেই গানের একটি লাইনই। তাৎপর্যপূর্ণভাবে গানের সেই লাইনে ছিল পদ্ম ফোটানোর বার্তা। কিন্তু কেন এই বদল, তা অবশ্য তিনি জানাননি।
অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনায় গিয়ে খোশমেজাজেই ছিলেন মুখ্যমন্ত্রী। ‘প্রতিদান’ সিনেমার জনপ্রিয় মঙ্গলদীপ গানটি গাইতে শুরু করেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে খালি গলায় পুরো গানটি গান মুখ্যমন্ত্রী। গানে একটি লাইন রয়েছে, যেখানে বলা হয়েছে, “… তোমারই ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাঁকে’। এই লাইনের কথা বদলে মমতা গান, “তোমার ক্ষমা দিয়ে তুমি আপন করে নাও তাঁকে।” এরপরই তিনি বলেন, “কথাটা আমি একটু বদলে দিলাম।” তবে কেন এই বদল তা নিয়ে কিন্তু একটি শব্দও খরচ করেননি মমতা। কিন্তু এই বদল ঘিরে জল্পনা ছড়িয়েছে।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: ‘১ বছর পর ভাববেন’, সুবীরেশের জামিনের আরজি খারিজ করে তিরস্কার হাই কোর্টের]
এদিন গান গাইতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বকুনি খান রাজ্যের গায়ক-মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। মঞ্চে মন্ত্রীকে গান গাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। ‘বিশ্বপিতা হে প্রভু’ গানটি ধরেন মন্ত্রী। কিন্তু পুরো গানটি গাইতে পারেননি। বরং ঘুরিয়ে ফিরিয়ে গানের দুকলি গান বাবুল। এরপরই মুখ্যমন্ত্রীর বকুনির মুখে পড়েন তিনি। মমতার প্রশ্ন, আমি তো গান গাই না। কিন্তু তুমি (বাবুল) -ইন্দ্রনীল তো গান গাও। তোমরা কেন পুরো গানটা জানবে না?” ইতস্ততভাবে মন্ত্রী জবাব দেন, “আসলে এটা তো মাইকে বাজছিল। আপনি তো প্রদীপ জ্বালালেন। তাই ভেবেছিলাম মঙ্গলদীপ জ্বেলে গাইব।”
এদিন অ্যালেন পার্কের মঞ্চ থেকে বিশ্বশান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এত বৈচিত্র্য সত্ত্বেও ঐক্য় আমাদের শক্তি।”